না আইয়া আর পারলাম না, পুরানা পোষ্ট দিয়াই শুরু হইলাম
লিখেছেন লিখেছেন বেআক্কেল ১৪ জুলাই, ২০১৫, ০৪:৫৫:২৮ বিকাল
এই হকার বই বেইচা জীবন চালায় কিন্তু বই তার কোন উপকারে আসিলনা! সে জানেনা,
কুন বই সেরা,
কুন বই নোংরা,
কুন বই নিচে রাখিবে,
কুন বই উপরে রাখিবে,
কুন বই কম দামে বেচিবে,
কুন বই কখনও বেচিবে না,
আইজকাল দেশ, দুনিয়া, মিডিয়ায় এই ধরনের মানুষ দিয়া ভইরা গেছে। ব্লগেও বহু লেখক আছে নিজেরে মুসলমান কইয়া সমলোচনার নামে মুসলমানকে গালাগালির করিবার সুযোগ কইরা দেয়। সেই মানুষ আর এই বই হকারের মাঝে কিবা তফাত আছেরে ভাই, বে-আক্কেল রে কেডা বুঝাইবে।
বিষয়: বিবিধ
১৪৫৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন