সরকারের গুলি দিয়া, সরকারী ফায়ারিং স্কোয়াড়ে, সরকারের পুলিশ বাহিনী দিয়া ছাত্রলীগের নেতাদের অস্ত্র প্রশিক্ষণ! কিছু বুঝিতে পারিলেন! (ছবি ব্লগ)
লিখেছেন লিখেছেন বেআক্কেল ১০ জানুয়ারি, ২০১৫, ১১:১৫:১৩ সকাল
ছবিতে সাদা শার্ট পরা যাকে দেখছেন তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালেয় ছাত্রলীগ নেতা তুহিন। পুলিশের ফায়ারিং রেঞ্জে, সরকারের তত্ত্বাবধানে, সরকারি অস্ত্র ও বুলেট ব্যাবহার করিয়া, ছাত্রলীগকে প্রশিক্ষন দেওয়ানে হইতেছে। পরে পুলিশ ও র্যাবের পোশাক পড়াইয়া বিরোধী দলের উপর দমন নিপীড়ন চালাইতে রাস্তায় নামাইয়া দিতেছে।
পুলিশ, র্যাব ও ডিবির একটা বড় অংশ অবৈধ আদেশ মানছে না তাই ছাত্রলীগের এই বিশেষ বাহিনীই হাসিনার শেষ ভরসা।
এদের কারনেই অন্যায় বাইড়া যাইতেছে। তারা বিরোধীদলের নেতা কর্মীদের উপর নির্মম জুলুম চালাইতেছে। ফলে বিরোধীদলের নেতা কর্মীরা কখনও প্রতি আক্রমন ঘটাচ্ছে। এই ঘটনায় সরকার খুব খুশী হয়। এই ঘটনা দেখাইয়া সাধারণ পুলিশকে আরো ক্ষিপ্ত করিয়া তুলিতেছে। এইভাবে দেশটাকে দোজক বানাইতেছে।
তাই জানিতে হইবে যে, রাস্তা ঘাটে পুলিশের পোশাক, র্যাবের পোশাক বা ডিবির জ্যাকেট পরা কাউকে দেখলেই তাকে পুলিশ, র্যাব বা ডিবির মানুষ ভাবিবার কুন কারন নাই।
তথ্যডা ফেস বুক থেইকা পাইছি, বিশ্বাস না হইলে এই খানে গুথা মারেন
সোর্সঃ পুলিশের এক কর্মকর্তা।
কৃতজ্ঞতাঃ- জাতির নানা
বিষয়: বিবিধ
১৯৫২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরা অবশ্য সন্ত্রাসি না। সন্ত্রাসি বানাইতে মতিশপ দরকারি।
মন্তব্য করতে লগইন করুন