এই বারে সকল দলের মানুষ মিলা তুরাগ নদীর তীরে হইবে বিপ্লবী ইজতেমা
লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৭ জানুয়ারি, ২০১৫, ০৩:৪৫:২৯ দুপুর
কাঁধে গ্যাটরী, হাতে তসবিহ, মুখে কলেমা পড়িতে পড়িতে তাবলিগ জামায়াতে বুজুর্গ দ্বিনের সাথে দল বেঁধে বিএনপি-জামায়াত-শিবিরও ঢাকা অবরোধ করিতে দলে দলে টঙ্গিতে হাজির হইবার নির্দেশ জারি হইয়াছে। এই দিকে মুরুব্বীদের দল থেইকা, বিএনপি-জামায়াত-শিবির বাছাই করিতে ছাত্রলিগের সকল হিন্দু, মুসলিম, বৌদ্ধ গাঞ্জাখোরদের প্রতিও নির্দেশ জারি হইয়াছে, তাহারাও যেন মুখে কলেমা ও হাতে তসবিহ লইয়া সদল বলে ঢুইকা পড়ে। তাদের কাম হইব ইজতেমা দলে গোয়েন্দা বৃত্তি করিয়া 'বিএনপি-জামায়াত-শিবির' তালাশ করা। যারে সন্দেহ হইবে, তারে উত্তম -মধ্যম দিয়া পুলিশের হাতে ধরাইয়া দিবে। গোপাল আর কিশোর গঞ্জের সকল ডান্ডি পুলিশ তাদের সহযোগীতায় ইজতেমা মাঠে ক্যাম্প বানাইয়া থাকিবে।
সেই হিসাবে বুঝা যাইতেছে, এই বারের ইজতেমা হইবে বিপ্লবী ইজতেমা। যাতে বাংলাদেশের সকল দলের, সকল বর্ণের, সকল ধর্মের মানুষ ভিন্ন ভিন্ন মতলব লইয়া ঢাকার দিকে ছুটিয়া যাইবে। অবশ্য টাকলু মন্ত্রী বিশিষ্ট ইসলামী ব্যক্তি কামারুল ইসলাম প্রধানমন্ত্রীকে দারুন একখান মন্ত্রনা বাতাইয়া দিছেন। তিনি বলিছেন এইবারে তাবলীগ জামায়াত শহর কেন্দ্রিক করিতে উৎসাহ প্রদান। টঙ্গি থেইকা টিভির মাধ্যমে সরাসরি ইজতেমা ব্রডকাষ্ট হইবে। ৭১ টিভি, এটিএন, চ্যানেল আই, সময়, যমুনা সহ সকল টিভি গ্রীন সিগন্যাল দিয়া রাখিছে যে, সরকার চাহিবা মাত্র তারা সকল অনুষ্ঠান বাতিল করিয়া যতদিন দরকার দ্বীনের খাতিরে, মুসলমানদের খাতিরে ডিজিটাল ইজতেমা সেবা দিবেন।
আমনেরা সতর্ক ইসলাম প্রিয় দ্বিনদার, ইমানদার, পাপী বান্দাগন ইতিমধ্যে জানিতে পারিছেন যে, ইজতেমার মুরুব্বীগন শেখ হাসিনার সহযোগীতায় খালেদা জিয়ার সাথে মোলাকাত করিতে পারিছেন। রাজনীতি, সমাজনীতি, কুটনীতি বিমুখ, সহজ সরল ইজতেমার মুরুব্বীগনকে, দেশের সকল রাজনীতি মার্কা মানুষেরা যেখানে সেখানে পর্যদুস্ত করিতে চায়। বেমক্কা বুদ্ধিফেল করিয়া শেখ হাসিনা অবরোধ কে আগে ঘটাইয়া দিছেন। যেটা শুরু করিতে বিরোধীদলের দশ দিন বেশী লাগিত। তিনি বলিছেন সব খালেদার দোষ আমনেরা গিয়া তারে বুঝান। মুরুব্বীরা বহু কষ্টে খালেদারে পাইছেন। গতকল্য এই বেপারে আমি লিখিয়াছিলাম। মুরুব্বীরা রাজনীতি না করিলেও রাজনীতি পাটা-পুতার ঘষাঘেষিতে এইবার বেশামাল হইছেন বলিয়া বুঝা গেল।
কবরে ও আখেরাতের সঠিক পথ পাইতে আমনেরা সবাই দলে দলে ইজতেমা মাঠে যাইবেন। কয়েকদিনের খানা সাথে রাকিবেন, যদি উল্টা পাল্টা কিছু হয় তাহলে অবরোধের খপ্পড়ে পড়িয়া আমনেরা যাতে ইজতেমার সময়টাকে আরো লম্বা করিতে পারেন। সবাইকে সদা সতর্ক থাকা উচিত ইজতেমায় দুনিয়াবী কুন ধান্দা ফিকিরে পইড়া যাতে আমল বরবাদ না করেন। দুই দলের কুথাও মারামারি লাইগা গেলে, এসবে নিজেদের না জরাইয়া সর্বদা আল্লাহু আল্লাহু জিকিরে মত্ত থাকিবেন। আল্লাহ সবাইকে ইজতেমা থেইকা আখেরাতের ফায়দা হাসিলের সুযোগ দেয়।
বিষয়: বিবিধ
১৭৮৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামায়াতের বুদ্ধি কোনকালেও হবে না যদিও তারা সবচেয়ে পুরনো রাজনৈতিক দল ।
তাবলীগ হল শুধু আখিরাতি দল।
জামায়াত হইল দুনিয়া আর আখিরাতি দল।
আমামীলিগ বিএ্নপি হইল দুনিয়াবী দল।
মাজার-দরবারী ইসলামীরা হইল মতলব বাজদের দল।
ভাই যদি পারেন দ্বীনের কাজে সহযোগীতা করেন, না পারলে চুপ থাকাই ভাল, ইসলামের কাজ তারা পুরোপুরি করতে না পারলেও যতটুকু সম্ভব করে যাচ্ছে। ধন্যবাদ
বিষয় বয়ান করে। সারফেইজের কথা বলে না।
দুনিয়াবী কথা বলা মহা পাপ।
ব্লগার হতভাগা কৃত মন্তব্যের প্রথমাংশের সাথে একমত আমিও!
তাবলীগের দ্বারা যদি একটি মানুষও দ্বীনের পথে আসে তাহলেও এর কর্মকান্ড সফল বলে বিবেচিত হবে খোদার দরবারে!
মন্তব্য করতে লগইন করুন