ভয়ানক খবর! এইবার যদি বিশ্ব ইজতেমা হইতে না পারে তাইলে এতবড় পাপের বোঝা কে নিবে! দুর্লভ ছবি সহ দেখুন।
লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৬ জানুয়ারি, ২০১৫, ০৩:৪১:৫২ দুপুর
বিশ্বের বৃহত্তম তাবলিক জামায়াত আসন্ন। চারিদিকে পুলিশ দিয়ে আবদ্ধ, তিন ধইরা বন্ধি, নীর্ঘুম খালেদা জিয়ার কাছে ইজতেমার দাওয়াত লইয়া গেছিল দুই দল মুরুব্বী। মুরুব্বীদের কে পুলিশ অফিসার সরসরি বলিয়া বসিল, ডিসটাব করিবার সময় বুঝি আর পাইলেন না! এতদিন খালেদা ঘরে ঘুমাইয়া ছিলেন তখন দাওয়াতের কতা আমনেদের মনে পড়ে নাই! মুরুব্বীরা দাওয়াত দিতে না পারিয়া নিরস বদনে চলিয়া আসে।
আমনেরা জানেন হাসিনা, খালেদা, এরশাদ কাকু সহ দেশের সকল মুসলমান ইজতেমার গুনাহগার মুরিদ। শবে কদর, শবে বরাত, শবে মেরাজ বা পাচ ওয়াক্ত নামাজ কখনও বাদ গেলেও মহামান্য প্রেসিডেন্ড আবদুল হামিদ বংগভবনের ভিতরে গালিচা বিছাইয়া মোনাজাতে অংশ নিতে ভূল করেন না। এত বড় ছওয়াবের মাহফিল আজ রাজনীতির ঠেলাঠেলিতে বিপদের মুখে দাড়াইয়াছে।
রাজনীতির ধরন ধারনে যা বুঝা যাইতেছে এই বারে ইজতেমা জামায়াতে হাজির হইতে বহু সমস্যা হইবে। যদি অবরোধ অব্যাহত থাকে, তাহা বিদেশী মেহমান তো দূরের কথা নারায়নগঞ্জের মানুষও সেই ছওয়াবের মাহফিলে যাইতে পারিবেন না। বুঝাই যাইতেছে, এতবড় ছওয়াব প্রাপ্তি থেইকা বহু গুনাহবার বঞ্চিত হইবে। এখন প্রশ্ন হইল দুই নেত্রির কারনে যদি এই বার ইজতেমা না হয়, তাহা হইলে মুসলমানদের এত বড় ক্ষতির দায় কে নিবে। আর কে নিবে সেই পাপের বোঝা..........
বিষয়: বিবিধ
২৯৮৫ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা কোন অবরোধ না । আওয়ামী লীগ দিলে একটা কথা ছিল। ২ দিন পরে অবরোধ তার বোধই হারিয়ে ফেলবে । মানুষ ক্ষেপে যাবে খালেদার ও তার কুপুত্রের উপর।
তয় হোনেন এই ইজতেমায় আমনে যাইয়েন না।
আমারে একডু আগে একজন কইছে ইজতেমায় যাইতে চায় . . . . . . . হেরে আমনের ছবিডা দেহাইলে ভয় পাইয়া আর ইজতেমায় যাইবোনা আমি কইলাম।
সাচ্চা কইরা কই আমি এ যাপত তবলীগের কেউরে এগুলা কইতে হুনিনাই তয় কিছু জামাতি ভাইয়ারা এগুলা কয়।
যেইখানে গেলে পাপ কি সোয়াব হৈব তার কুন নিশ্চিত গ্যারান্টি নাই তার ঐতিহ্য না কইয়া সোয়াবের কৈলে ঝাতি মাইন্ড খাইবো কিন বেয়াক্কেলের কাছে জানবার মুঞ্চায় !
ইজতেমা হবে। বাধ যাবে না।
ফেসবুকে দেখি সিংহি মশায় ইজতেমা নিয়া চিন্তিত!!!
কোন দিন মোদি দাদা কইব আমি ইজতেমাতে অংশ নিতে চাই।
মন্তব্য করতে লগইন করুন