'গণতন্ত্রের বিজয় দিবস’ এর সকালে দেশের প্রথম বন্ধি শারীরিক প্রতিবন্ধি দেলোয়ার..... প্রমান হল প্রতিবন্ধিরাও প্রতিবাদ করতে পারবে না

লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৫ জানুয়ারি, ২০১৫, ১১:১৬:৩৯ সকাল



আওয়ামীলীগের ‘গণতন্ত্রের বিজয় দিবস’ এর সকালে দেশের প্রথম বন্ধি এক শারীরিক প্রতিবন্ধি যুবক। দেলোয়ার নামের শারীরিক প্রতিবন্ধীর বুকে ও পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেফতার করে।

দেলোয়ার চিৎকার করিয়া বলিল, ‘আমি একা এসেছি, আমি কোনো সংহিংসতা করতে আসিনি। প্রতিবাদ জানাবার অধিকার আমার আছে। আপনারা আমার মত পঙ্গু মানুষের অধিকারটুকু কেন কেড়ে নিচ্ছেন!’

দেলোয়ারের গণতন্ত্র মুক্তি পাক স্লোগান মুক্তি পায়নি তাকেই বন্ধি হতে হল। দেশে এখন প্রতিবন্ধীর প্রতিবাদ করার অধিকার হারিয়েছে, ছাত্রলীগের ঠ্যাঙ্গারে আর সন্ত্রাসীরা যখন পুলিশে চাকুরী পেয়েছে।

বিষয়: বিবিধ

১৪৭৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299352
০৫ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৩৮
লজিকাল ভাইছা লিখেছেন : স্যালুট !!!!!
299357
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:০৬
হতভাগা লিখেছেন : পুলিশ বা ছাত্রলীগের হাতে পড়লে জামায়াত শিবির / ছাত্রদল প্রতিবন্দ্বী হয়ে যায় ।
299383
০৬ জানুয়ারি ২০১৫ রাত ১২:০৩
শেখের পোলা লিখেছেন : শুনলাম মিলাদুন্নবীর মিছিলে কোন্দল হওয়ায় দশ হাজার লোকের নামে মামলা হয়েছে৷ হাসিনার পুলিশকে অনুরোধ করি সংখ্যাটা কেটে সতের কোটী করে দেয়ার৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File