'গণতন্ত্রের বিজয় দিবস’ এর সকালে দেশের প্রথম বন্ধি শারীরিক প্রতিবন্ধি দেলোয়ার..... প্রমান হল প্রতিবন্ধিরাও প্রতিবাদ করতে পারবে না
লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৫ জানুয়ারি, ২০১৫, ১১:১৬:৩৯ সকাল
আওয়ামীলীগের ‘গণতন্ত্রের বিজয় দিবস’ এর সকালে দেশের প্রথম বন্ধি এক শারীরিক প্রতিবন্ধি যুবক। দেলোয়ার নামের শারীরিক প্রতিবন্ধীর বুকে ও পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেফতার করে।
দেলোয়ার চিৎকার করিয়া বলিল, ‘আমি একা এসেছি, আমি কোনো সংহিংসতা করতে আসিনি। প্রতিবাদ জানাবার অধিকার আমার আছে। আপনারা আমার মত পঙ্গু মানুষের অধিকারটুকু কেন কেড়ে নিচ্ছেন!’
দেলোয়ারের গণতন্ত্র মুক্তি পাক স্লোগান মুক্তি পায়নি তাকেই বন্ধি হতে হল। দেশে এখন প্রতিবন্ধীর প্রতিবাদ করার অধিকার হারিয়েছে, ছাত্রলীগের ঠ্যাঙ্গারে আর সন্ত্রাসীরা যখন পুলিশে চাকুরী পেয়েছে।
বিষয়: বিবিধ
১৪৯৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন