মুসা বিন শমসের দূদকে! ওদের সবার জন্য দুয়া চাই
লিখেছেন লিখেছেন বেআক্কেল ১৮ ডিসেম্বর, ২০১৪, ১২:২৬:২৯ দুপুর
সংবাদে জানা গিয়াছে, মুসা বিন শমসেরের ৫১ হাজার কোটি টাকা সুইচ ব্যাংক আটকাইয়া রাখছে। এটাই খবরটি হইল দুদকের কাছে প্রাপ্ত দলিল।
তিনি কিভাবে এত্ত টাকার মালিক বইনছেন দুদুক সেইটা জানিতে চায়?
মুসা তার বিলাস বহুল গাড়ী, ফরমায়েশী নফর, পাঁচ হাজার ডলার দামের স্যুট, দুই হাজার ডলার দামের জুতো পায়ে বড় ঝাকজমকের সহিত দূদক কার্যালয়ে গর্বিত বীরের ন্যায় প্রবেশ করিয়াছেন।
দুদকের 'বিরোধীদল দমন কমিশন' এর যোগ্যতা লইয়া, দেশে ভালই পরিচিতি পাইয়াছে। সামান্য সরকারী বেতন আর ফ্রি ঘর ভাড়ার লোভে যে কর্মকর্তারা দুদকের চেয়ারে বইসা সরকারি ফরমায়েশ চোখ বন্ধ কইরা মাইনা লয়।
ব্রিটিশের প্রধানমন্ত্রী থেইকা শুরু কইরা দেশের পুলিশ সহ সবাই মুসার কাছে হার মানিছে। উল্টা ব্রিটেনের রানীর রাজপ্রসাদ বেশী দামে কিনিতে চাইয়াছিল এই মুসা, রানী অতি লজ্জার জন্য হ্যাঁ কইতে পারে নাই। সেই মুসা আজ দুদকে.....
মুসা দুদকে গিয়া যদি বইলা বসে একশত কোটি টাকা, প্রতিজনের জন্য একটি ফ্লাট, গাড়ী, বাড়ী, নারী সহ সবই আলাদিনের দৈত্য পৌছাইয়া দিয়া যাইবে। কাঙ্গাল দেশের এই সমস্ত ফকির মিসকিন কর্মকর্তাদের বুকের সাহস কি আছে মুসা বিন শমসেরের অপার গলাধকরণ না পারিয়া থাকে।
যদি মুসা বইলা বসে, আমনেদের নেত্রীর বইন ব্যাংক জালিয়তি কইরা যত কামাইছে আমি তার চাইতে দুই গুন বেশী দিমুনে। তাইলে ওরা দুই বোন বরশী তো গিলবেই, উল্টো বরশীর গুইল্লা, পুঁচি সহ বরশির ছিপাটাই গিইল্লা বসে কিনা হেই ভয়ে আমি আছি!
আমনের সকলে এই ধরনের জাতীয় রাক্ষস থেকে পরিত্রান পাইতে যার যার সৃষ্টিকর্তারে কাকুতি মিনতি কইরা বলিতে থাকেন।
বিষয়: বিবিধ
১৩৩২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শমশের পশিল রক্ষপূরে৷
রাক্ষসেরই দেশ এটা, রক্ষপুর৷
মন্তব্য করতে লগইন করুন