তাসলিমার হবু প্রেমিক রঙ্গলাল শীল পেশায় নাপিত, দেইখতে গঞ্জেশখোরের মতা লাইগলেও গায়ে গতরে খারাব না!
লিখেছেন লিখেছেন বেআক্কেল ২২ অক্টোবর, ২০১৪, ১০:৫৮:২১ সকাল
তাসলিমা আবার প্রেমে পইড়াছেন, আমাদের জাতির কাছে এইড়া কোন নতুন খবর না। আমাদের দেশের অনেক নেত্রীর পিছনেও এই ধরনের রগরড়ে ঘটনা চালু ছিল চালু আছে। সাক্ষ্যি হিসাবে মৃণাল কান্তিরা এখনও বাইচা আছে।
তয়, তাসলিমার নতুন প্রেমিক এই ছেলে হইল পেশায় একজন নাপিত। জাতে শীল, নামে রঙ্গ-লাল শীল। তাসলীমার চুলে-বালে পাক ধরছে, সেজন্য সর্বদা এসব কাল করিতে হয়। তাই তার কাছে একজন বিশ্বস্থ নাপিতের দরকার ছিল, ভাগ্যগুনে জুইটাও যায় একজন।
এর ফলে আপাদমস্তক কেশ কালাও করা যাইবে, মনের আগুন নিভানো, দেহের আগুন ঠান্ডা করা যাইবে। আর জগতে যারা তার যৌবন পরীক্ষা করিতে চাইবে, তারা দেখিতে পাইবে তসলিমার বয়স ৫৩ হইলেও এখনও সে দারুন যুবতী।
তাই সর্বশেষ বলা যায়, তাসলিমা এক ডিলে বহু পাখি মারিবার জন্য এই সিদ্ধান্ত লইয়া ভুল করে নাই। নাইলে তো সৈয়দ শামুশুল হকেরা আবারো ডিসটার্ব শুরু করিব। সেইটা থেইকা বাইচা গেল।
বিষয়: বিবিধ
১৩৭৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরেকটা লেইখ্যা হালান, অনেকদিন কমেডি পোষ্ট আইতাছে না, আনন্দ আইতছে না মনে ...
মন্তব্য করতে লগইন করুন