হস্তমৈথুন তো ছিলই সাথে কন্যা সরস্বতীর সঙ্গে যৌন সঙ্গম করেন 'ব্রহ্মা'!
লিখেছেন লিখেছেন বেআক্কেল ২৬ আগস্ট, ২০১৪, ০১:৪৫:৫২ দুপুর
পৃথিবীর অন্য অংশের সঙ্গে বিস্তৃত ভারতবর্ষ জুড়েও আধিপত্য কায়েম করেছিল আর্য জাতি | কিন্তু পুরুষতান্ত্রিক অথবা পুরুষপ্রধান এই জাতির মধ্যে প্রচলিত ছিল বহু বর্বরতা | যার মধ্যে অন্যতম হল INCEST বা অজাচার | অর্থাৎ খুব ঘনিষ্ঠ পরিজনের সঙ্গে যৌন সঙ্গম |
ঐতিহাসিক বা সমাজতাত্ত্বিকরা মনে করেন আর্য সমাজে ইনসেস্টের উদাহরণ বহু ছিল | এবং বৈদিক যুগে অজাচার অপরাধ ছিল না | উঠত না কোনও নৈতিকতার প্রশ্নও | আর্যদের জীবনে এগুলো সহজলভ্য ছিল বলে আর্য দেবতাদের জীবনেও এর উল্লেখ দেখা যায় |
যেমন ধরা যাক ব্রহ্মার কথা | তিনি সৃষ্টিকর্তা | কিন্তু প্রজাপতি ব্রহ্মাও অজাচারে কম যান না | সরস্বতী পুরাণ বলে, ঊর্বশীকে দেখে স্বমেহন (কবিরাজি বাংলায় হস্তমৈথুন) করতেন ব্রহ্মা | তাঁর শুক্রাণু জমা হত একটি পাত্রে |
সেই পাত্রে জন্ম হয় ঋষি অগস্ত্য এবং অগস্ত্য জন্ম দেন সরস্বতীর | এই সূত্র অনুযায়ী সরস্বতী ব্রহ্মার নাতনি | আবার অন্য সূত্র বলে, ব্রহ্মার শুক্রাণু থেকে সরাসরি জন্ম হয় সরস্বতীর |
কিন্তু আত্মজার রূপ দেখে মুগ্ধ হন প্রজাপতি | তিনি তাঁর সঙ্গে যৌন সঙ্গম করতে চান | জন্মদাতার কামনা থেকে বাঁচতে পালিয়ে যান সরস্বতী | কিন্তু শেষ অবধি হার মানতে হয় ব্রহ্মার কামনার কাছে |
ব্রহ্মা এবং সরস্বতী স্বামী-স্ত্রীর মতো থাকেন পদ্ম ফুলে | প্রায় ১০০ বছর ধরে | তাঁদের পুত্রের নাম স্বয়ম্ভুমারু এবং কন্যা শতরূপা | কিন্তু এরপরেও ব্রহ্মার বিকৃত যৌন কামনা কমেনি | এতে বিদ্যা এবং জ্ঞানের দেবী সরস্বতী অভিশাপ দেন ব্রহ্মাকে | বলেন, দেবতাদের মূলস্রোতে থাকবেন না প্রজাপতি ব্রহ্মা | অর্থাৎ তিনি পূজিত হবেন না | সত্যি হিন্দু দেবতাদের মূলধারার মধ্যে পড়েন না ব্রহ্মা | তাঁর রাজস্থানের পুষ্কর ছাড়া তাঁর মন্দির এবং অর্চনা বিরল | কুপিত হয়ে সরস্বতী তাঁকে ছেড়ে চলে যান | দেবী থেকে রূপান্তরিত হন নদীতে | সেখান থেকেই বৈদিক যুগের 'সরস্বতী নদী' | কৃষিপ্রধান সভ্যতার মূলে থাকা উর্বরতার উৎস এই নদীর উৎসমুখ ও প্রবাহ নিয়ে এখনও চলে গবেষণা |
ব্রহ্মার অজাচারের প্রমাণ ঐতেরেয় ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ, মৎস্য পুরাণ এবং ভাগবৎ পুরাণেও আছে | সমাজতাত্ত্বিকরা মনে করেন, ঘনিষ্ঠজনের সঙ্গে যৌনাচার বৈদিক যুগে বহুল প্রচলিত ছিল | তাই বাবা-মেয়ে এবং ভাই-বোন যৌনতাকে তখন বংশবৃদ্ধি বা সন্তান উৎপাদনের কারণ দেখিয়ে 'অপরাধ' তকমার বাইরে রাখা হত | রামভক্তরা কানে আঙুল দিলেও কোনও কোনও সূত্র বলে, রাম-সীতাও নাকি আসলে ভাই-বোন ছিলেন |
ঐতিহাসিকরা মনে করেন, বৈদিক যুগের এই অন্ধকার রীতি-নীতি সমাজে প্রচলিত ছিল খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দ অবধি | সেইজন্যেই তো একমাত্র ব্রহ্মা জানেন গোপন কম্মো কী...
এই লিঙ্গে গুরুত্বপূর্ন ও পবিত্র কথাগুলান পাইছি
বিষয়: বিবিধ
১০২৭৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভগবান মনু(শিব)একবার এক দেবীর সাথে কামলীলা করতে গিয়ে মনুর অতি উত্তেজনার ফলে উক্ত দেবীর প্রাণনাশের অবস্থা হয়েছিল। ঐ দেবী তখন প্রাণ রক্ষার জন্য আরেকজন ভগবান কে ডাকল। নতুন ভগবান এসে ভগবান মনু ও দেবীর ঐ সংযোগস্থল কোপ দিয়ে কেটে দিল। সে থেকে শিবলিঙ্গ পূজা শুরু।
মাঝেমাঝে মহীলা মাঝেমাঝে পুরুষ সাজে আমার মনেহয় হেতে হীজরা।
হীজরাটা কই
মন্তব্য করতে লগইন করুন