হস্তমৈথুন তো ছিলই সাথে কন্যা সরস্বতীর সঙ্গে যৌন সঙ্গম করেন 'ব্রহ্মা'!

লিখেছেন লিখেছেন বেআক্কেল ২৬ আগস্ট, ২০১৪, ০১:৪৫:৫২ দুপুর



পৃথিবীর অন্য অংশের সঙ্গে বিস্তৃত ভারতবর্ষ জুড়েও আধিপত্য কায়েম করেছিল আর্য জাতি | কিন্তু পুরুষতান্ত্রিক অথবা পুরুষপ্রধান এই জাতির মধ্যে প্রচলিত ছিল বহু বর্বরতা | যার মধ্যে অন্যতম হল INCEST বা অজাচার | অর্থাৎ খুব ঘনিষ্ঠ পরিজনের সঙ্গে যৌন সঙ্গম |

ঐতিহাসিক বা সমাজতাত্ত্বিকরা মনে করেন আর্য সমাজে ইনসেস্টের উদাহরণ বহু ছিল | এবং বৈদিক যুগে অজাচার অপরাধ ছিল না | উঠত না কোনও নৈতিকতার প্রশ্নও | আর্যদের জীবনে এগুলো সহজলভ্য ছিল বলে আর্য দেবতাদের জীবনেও এর উল্লেখ দেখা যায় |

যেমন ধরা যাক ব্রহ্মার কথা | তিনি সৃষ্টিকর্তা | কিন্তু প্রজাপতি ব্রহ্মাও অজাচারে কম যান না | সরস্বতী পুরাণ বলে, ঊর্বশীকে দেখে স্বমেহন (কবিরাজি বাংলায় হস্তমৈথুন) করতেন ব্রহ্মা | তাঁর শুক্রাণু জমা হত একটি পাত্রে |

সেই পাত্রে জন্ম হয় ঋষি অগস্ত্য এবং অগস্ত্য জন্ম দেন সরস্বতীর | এই সূত্র অনুযায়ী সরস্বতী ব্রহ্মার নাতনি | আবার অন্য সূত্র বলে, ব্রহ্মার শুক্রাণু থেকে সরাসরি জন্ম হয় সরস্বতীর |

কিন্তু আত্মজার রূপ দেখে মুগ্ধ হন প্রজাপতি | তিনি তাঁর সঙ্গে যৌন সঙ্গম করতে চান | জন্মদাতার কামনা থেকে বাঁচতে পালিয়ে যান সরস্বতী | কিন্তু শেষ অবধি হার মানতে হয় ব্রহ্মার কামনার কাছে |

ব্রহ্মা এবং সরস্বতী স্বামী-স্ত্রীর মতো থাকেন পদ্ম ফুলে | প্রায় ১০০ বছর ধরে | তাঁদের পুত্রের নাম স্বয়ম্ভুমারু এবং কন্যা শতরূপা | কিন্তু এরপরেও ব্রহ্মার বিকৃত যৌন কামনা কমেনি | এতে বিদ্যা এবং জ্ঞানের দেবী সরস্বতী অভিশাপ দেন ব্রহ্মাকে | বলেন, দেবতাদের মূলস্রোতে থাকবেন না প্রজাপতি ব্রহ্মা | অর্থাৎ তিনি পূজিত হবেন না | সত্যি হিন্দু দেবতাদের মূলধারার মধ্যে পড়েন না ব্রহ্মা | তাঁর রাজস্থানের পুষ্কর ছাড়া তাঁর মন্দির এবং অর্চনা বিরল | কুপিত হয়ে সরস্বতী তাঁকে ছেড়ে চলে যান | দেবী থেকে রূপান্তরিত হন নদীতে | সেখান থেকেই বৈদিক যুগের 'সরস্বতী নদী' | কৃষিপ্রধান সভ্যতার মূলে থাকা উর্বরতার উৎস এই নদীর উৎসমুখ ও প্রবাহ নিয়ে এখনও চলে গবেষণা |

ব্রহ্মার অজাচারের প্রমাণ ঐতেরেয় ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ, মৎস্য পুরাণ এবং ভাগবৎ পুরাণেও আছে | সমাজতাত্ত্বিকরা মনে করেন, ঘনিষ্ঠজনের সঙ্গে যৌনাচার বৈদিক যুগে বহুল প্রচলিত ছিল | তাই বাবা-মেয়ে এবং ভাই-বোন যৌনতাকে তখন বংশবৃদ্ধি বা সন্তান উৎপাদনের কারণ দেখিয়ে 'অপরাধ' তকমার বাইরে রাখা হত | রামভক্তরা কানে আঙুল দিলেও কোনও কোনও সূত্র বলে, রাম-সীতাও নাকি আসলে ভাই-বোন ছিলেন |

ঐতিহাসিকরা মনে করেন, বৈদিক যুগের এই অন্ধকার রীতি-নীতি সমাজে প্রচলিত ছিল খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দ অবধি | সেইজন্যেই তো একমাত্র ব্রহ্মা জানেন গোপন কম্মো কী...

এই লিঙ্গে গুরুত্বপূর্ন ও পবিত্র কথাগুলান পাইছি

বিষয়: বিবিধ

১০২৭৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258397
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:২২
প্রেসিডেন্ট লিখেছেন : আরো আছে এমন প্রচুর। এটা তাদের কাছে ব্যাপারনা। ছোটবেলায় দাদা বলতেন শাস্ত্র(হিন্দু)আসছে কাছরা(ময়লা/নোংরামি) হতে।

ভগবান মনু(শিব)একবার এক দেবীর সাথে কামলীলা করতে গিয়ে মনুর অতি উত্তেজনার ফলে উক্ত দেবীর প্রাণনাশের অবস্থা হয়েছিল। ঐ দেবী তখন প্রাণ রক্ষার জন্য আরেকজন ভগবান কে ডাকল। নতুন ভগবান এসে ভগবান মনু ও দেবীর ঐ সংযোগস্থল কোপ দিয়ে কেটে দিল। সে থেকে শিবলিঙ্গ পূজা শুরু।
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৮
202069
বেআক্কেল লিখেছেন : নতুন ভগবান এসে ভগবান মনু ও দেবীর ঐ সংযোগস্থল কোপ দিয়ে কেটে দিল। সে থেকে শিবলিঙ্গ পূজা শুরু।

Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০০
202077
বেআক্কেল লিখেছেন : তয়, সেই সংযোজনস্থল কুড়াল দিয়া, নাকি বটি দিয়া, নাকি সুপারী কাটার চাকু দিয়ে বিচ্ছিন্ন করা হয়েছিল সেই কতা কিন্তু কন নাই।
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৬
202107
ইমরান ভাই লিখেছেন : Tongue Tongue ভাদ্র মাসের স্টাইল Smug Smug
258400
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হিন্দু ধর্মডা কুনো কালে কি শুদ্ধ আছিল?
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৫
202067
চিরবিদ্রোহী লিখেছেন : হেইডা আমারও প্রশ্ন।
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫০
202070
বেআক্কেল লিখেছেন : হিন্দু ধর্ম বইলা তো ইতিহাসে কুন ধর্ম নাই। আছে সনাতন ধর্ম, হিন্দু একটি জাতি, যারা ইরান থেইকা আইছিল। যাগো কাম ছিল প্রাচীন ভারতীয়দের দলীয়ে রাখা আর তাগো রমনীদের ভোগ করা।
258405
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : Surprised Surprised Surprised
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫০
202071
বেআক্কেল লিখেছেন : <:-P <:-P <:-P <:-P <:-P
258413
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৭
আমি মুসাফির লিখেছেন : এদের দেবতারা যদি এমন লম্পট হয় তাহলে এই ধর্মকে কি কোন ধর্ম হিসাবে গন্য করা যায়? তাই এদের সম্পর্কে চিন্তা না করাই ভাল।
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৯
202076
বেআক্কেল লিখেছেন : চিন্তা না করেন ভাল, তয় ধারনা থাকা ভাল, তাইলে বমক্কা কেউ আক্রমণ করিলে ঠিক মত জওয়াব দেওনা যাইবে।
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৯
202083
আমি মুসাফির লিখেছেন : এটা ঠিক বলেছেন। সম্পুর্ণ একমত।
258433
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৯
প্যারিস থেকে আমি লিখেছেন : কিছু শিখলাম।
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৩
202110
বেআক্কেল লিখেছেন : হেই জন্যই তো বেআক্কেল দের বন্ধুত্ব বৃথা যায় না।
258439
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৭
ইমরান ভাই লিখেছেন : বেক্কল ভাই, হেই হিন্দুটারে তো আপনার পোস্টে দেখবার পারছিনা At Wits' End কই গেল ব্যাচারী At Wits' End
মাঝেমাঝে মহীলা মাঝেমাঝে পুরুষ সাজে আমার মনেহয় হেতে হীজরা। Day Dreaming Day Dreaming

হীজরাটা কই Day Dreaming
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৪
202111
বেআক্কেল লিখেছেন : দুই জনেরে আজকে এক জায়গায় পাইছি, জন্মের ধোলাই দিছি।
258510
২৬ আগস্ট ২০১৪ রাত ০৮:১৩
শেখের পোলা লিখেছেন : ছাই দেখিলেই উড়াইতে হয়, যদি রতন মেলে৷ দেবতারা ছাই উড়াইছে রতন পাইছে৷ এমন বেআক্কল লইয়া আর পারা যায়না৷
২৭ আগস্ট ২০১৪ সকাল ১১:১৩
202358
বেআক্কেল লিখেছেন : জ্ঞানী হইবার জন্য বে-আক্কেলের সাথেই থাকেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File