গ্রাম গঞ্জের পথে ঘাটের সেই তিনি এখন নুতন রুপে সেলিম জাহাঙ্গীরের পানের দোকানে.......
লিখেছেন লিখেছেন বেআক্কেল ২৪ আগস্ট, ২০১৪, ১১:৫১:২৬ সকাল
নতুন বোতলে পুরানা মদ!!!! তিনি শুরুতেই ধরা খাইয়াছেন।
কুন এক কবি কইছিল চালাকের পাছায় নাকি লাল থাকে। এই পোষ্ট খানা আছিল পান দোকানের মালিক সেলিম জাহাঙ্গিরের। লেকিন সকল মন্তব্য গুলা আইল তাসলিমা নাসরীনের বান্ধবী 'গ্রামের পথে পতের' সেই তিনির। ঐ যে বল্লাম চোরে চুরি করিতে গেলে কিছু প্রমান রাইখা যায়, পাছায় লাল লেগে যায়। তিনিও ধরা খাইয়াছেন।
তিনি ভুল করিয়া পুরানা নামে, গ্রাম গঞ্জের পতে পথে, লগ আউট না হইয়া, সেলিম জাহাঙ্গিরে লগ ইন আছে মনে করিয়া একটার পর একটার উত্তর দিয়াছইন।
তিনি মানসিক প্রস্তুতি নিয়া রাইখাছিলেন। উত্তর তো দেলেনই আবার মন্তব্য যুতসই হইনি মনে কইরা আবারো নয়া মন্তব্য যোগ করিছেন।
তিনি ইদানিং কুন মন্তব্য পায় না। তাই দীর্ঘ দিনের হতাশা ঝাড়িয়া, নতুন নামে লইয়া, নতুন শাড়ি-চুড়ি গায়ে দিয়া, নতুন মেকআপ লাগাইয়া, খদ্দেরর আশায় সেলিম জাহাঙ্গীরের পান দোকানের পাশে দাড়াইয়াছেন।
এই পোষ্টে যাইয়া দেইখা লন
বিষয়: বিবিধ
১৩৯৯ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখক ভাই সহ সকল মুসলমান ব্লগারদের প্রতি আকূল আবেদন,এরকম বেজন্মা কয়েকটা ব্লগারকে ব্লক করুন সবাই।এদের মন্তব্য রিপোর্ট করুন।এবং এদের লেখা পড়বেন না।এদের সম্পর্কে সবাইকে সতর্ক করতে নিজ নিজ ভূমিকা পালন করুন।
আগে ধোলাই
) ) ) ) )
অনেকদিন পরে বেআক্কেল-কে দেখিয়া ভালোই লাগিয়াছে আমার!
চানডার তেলের দোকানে গেলে এক জিনিষ বাড়ে,
টাকের দোকানে গেলে আরেক জিনিষ বাড়ে,
ক্লিয়ার না করিয়া মন্তব্য কইরেন না।
সেলিম জাহাঙ্গীর একজন খ্রীস্টান। তার নাম দেখে অনেকেই তাকে মুসলিম ভেবে এবং তার লিখিত ব্লগগুলোতে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে প্রসঙ্গ টানার কারণে ইসলাম সম্পর্কে জানাশুনা মানুষ করে করে ভুল করে। তার লিখিত প্রত্যেকটি ব্লগেই সুকৌশলে ইসলাম ও মুসলমানদের বিকৃত সমালোচনা করা হয়েছে। ইতিহাস বিকৃত তো আছেই। কোরআন সুন্নাহর বিভিন্ন রেফারেন্স দেওয়ার ক্ষেত্রেও সে আজাইরা সূত্র উল্লেখ করে পাঠককে বিভ্রান্ত করার আশ্রয় নেয়।
মন্তব্য করতে লগইন করুন