আমাদের খ্যাতীমান জিহাদী ব্লগার

লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৭ আগস্ট, ২০১৪, ১২:২৬:৫৪ দুপুর



এই মহান ইসলামী পন্ডিতের কামারের দোকানে আমি হর হামেশা কাষ্টমার ছিলাম। তাঁহার বড় গুণ হইল, তিনি:

খোঁচা মাইরা উপদেশ দেন,

শাসন কইরা ক্ষমা করেন,

ধাক্কা দিয়া দুঃখিত বলেন,

টিটকারী মাইরা শিক্ষা দেন,


আমি তাহার সকল পোষ্টে মন্তব্য কইরাছি। আমার মন্তব্য গুলার উত্তর দিতে না পাইরা, মুইছা দেন। তিনি চাহেন না আমার মন্তব্য গুলা অন্য কেউ দেহুক! তাইলে তাঁর জ্ঞানের কুপের তলা কত ইঞ্চি গভীর তা সবাই জাইনা যাইব।

তিনি চালাক, আমি বে-আক্কেল। তাই বইলা আমি ভুল করিনাই, তাই যহন মন্তব্য করিয়াছি তহনই স্ক্রিন শর্ট রাইখা দিয়াছি। সময় মত ব্যবহার করিব। আমার কথার প্রতিবাদ করিলে আমি তাহা পুনরায় ছাপাইতে রাজি আছি।

তিনি গাহিয়াছেন, শেষ রক্তবিন্দু দিয়া প্রতিবাদ করিবেন! কুথায় করিবেন তাহা বলেন নাই! যেখানে শোনার মানুষ নাই, দেখার মানুষ নাই, সেই সাহারা মুরুভুমিতে যাইয়া। প্রতিবাদ করার হিম্মত থাকিলে আমি বে-আক্কেলের কমেন্টস কেন মুছিলেন তিনি তো বুদ্ধিমান।

তিনি হুমকি দিয়াছেন এই ব্লগের পরিনতি নাকি সোনার বাংলাদেশের মত হইব। সোনার বাংলাদেশ আমাকে ব্যান মাইরাছিল, তাই বইলা সেই ব্লগকে ঘৃণা করি না। লেকিং সোনার বাংলাদেশ বন্ধ করার চক্রান্তকারীদের তিনি উসকাইয়াছেন।

যাউকগ্যা আমি চাইনা তিনি এইহানে ব্যান হউক। তবে, তিনি যদি সত্যবাদী ও সাহসী হোন, লড়াই করিতে চায় তাইলে আমার মন্তব্য যাতে না মুইছা দেন। মন্তব্য মুইছা দেওনের নাম কি লড়াই করা! আমি বে আক্কেল হইলেও এমন মানুষ নই যে, তাঁকে শারীরিক হুমকি দিব। যারা তাঁকে শারীরিক হুমকি দেয় আমি তাদের ঘৃণা করি।

বিষয়: বিবিধ

১১৪৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251885
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৮
আবু নাইম লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
251905
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৬
কাহাফ লিখেছেন : সহনশীলতার প্রয়োজন আছে..........।
251923
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪০
ইমরান ভাই লিখেছেন : তিনি গাহিয়াছেন, শেষ রক্তবিন্দু দিয়া প্রতিবাদ করিবেন! কুথায় করিবেন তাহা বলেন নাই! যেখানে শোনার মানুষ নাই, দেখার মানুষ নাই, সেই সাহারা মুরুভুমিতে যাইয়া। প্রতিবাদ করার হিম্মত থাকিলে আমি বে-আক্কেলের কমেন্টস কেন মুছিলেন তিনি তো বুদ্ধিমান।

জ্ঞান পাপী এই লোক।
এই হাদীস অস্বিকার কারী থেকে মুসলিমের সাবধান থাকা উচিত।

অফটপিক: আপনি পোস্ট দিলে আমি পড়ার রিকুয়েস্ট পাইনা কেন? আমিই কি আপনার অপ্রিয় Tongue
251927
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫০
প্রেসিডেন্ট লিখেছেন : এ একজন বিশিষ্ট বলদ ও ফিতনাবাজ। চরম আত্মসম্মান বোধহীন, বেয়াদব ও গোঁয়ারও বটে। সে যে ব্লগারদের নিয়মিত বিরক্তি উৎপাদন করছে এ বোধ তার নেই। আমার কমেন্ট সে কয়েকবার মুছে দিয়েছে। কারণ-জবাব নেই।
ফেসুবকে গীবত ও ফিতনার উদ্দেশ্যে সে দুটি নারী নিক খুলেছে। তাকে ব্লক করা হোক। মডুরা কি জেগে জেগে ঘুমায় নাকি?
251946
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৩
আফরা লিখেছেন : আমি বয়স বা জ্ঞানে আপনাদের চেয়ে অনেক পিছনে ।আমি সবার পোষ্ট ও সব ধরনের পোষ্ট পড়ার চেষ্টা করি বা পড়ি ।উনার পোষ্ট গুলো পড়ে আমার এটাই মনে হয়েছে উনার বেশীর ভাগ পোষ্ট কারো গীবদ আর না হয় মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করেন ।



251985
০৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২১
ব্লগার সাদমান লিখেছেন : বাদ দেন......টরডু ব্লগেওতো আনন্দ বিনোদন দরকার আছ!!! ওনার পোষ্ট পড়ে এতো অশান্তির মাঝেওও বিনুদুন পাই!!!!!
এই তিন নাম্বার যতোই লাফাক উনার মতের একটাও তৈরী করতে পারবে না!!!
252072
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:২৬
বুড়া মিয়া লিখেছেন : হ্যা, এ ধরনের আলোচনার কমেন্ট মুছা যাবে না ফখরুল ভাইয়ের। আমি অবশ্য আগেই পড়ছিলাম মনে হয় আমনের গুলান!
258179
২৫ আগস্ট ২০১৪ রাত ০৮:০৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হুম বেআক্কেল মামু! এই মুজাদ্দিদে আখেরে জামানের বয়ানাতগুলান হুনলে মনে অয় হেতার তলপেটে মারাত্মক ধরনের এমোনিয়াম ক্লোরাইড সব সময় জমা থাকে। এই মুজাদ্দিদে আখেরে জমান হাগু দিবার আগেই বদনার পানি খরচ কইরালাই। মুতের পানি দিয়ে হেতে হাগুর পর কাম সাইরা লয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File