খরচের ভয়ে ইসরাইল যুদ্ধ-বিরতি চাইছে (৫শ ডলারের এক কাশেমকে কাত করতে ২৫ লক্ষ ডলারের প্যট্রিয়ট ব্যবহার) হাসমু না কাদমু কুল পাইতাছি না।
লিখেছেন লিখেছেন বেআক্কেল ২০ জুলাই, ২০১৪, ১১:৪১:৫৯ সকাল
যে ইসরাইল নির্বিচারে বোমা মেরে হামাস দমনের নামে নারী-শিশু হত্যা করতে বিশ্ব বিবেকের পরোয়া করে না, সে হঠাৎ করে যুদ্ধ বিরতি চাইবে কেন? এই যুদ্ধবিরতীর পেছনে আছে তাদের অসহনীয় যুদ্ধ ব্যয় এবং প্যালেস্টাইনীদের ছোঁড়া কাশেম-৪ রকেট প্রতিরোধে ব্যবহৃত আয়রন ডোম ক্ষেপনাস্ত্রের স্টক প্রায় শেষ হয়ে যাওয়া।
২০০১ সালে প্যালেস্টাইনীরা প্রথম তাদের ঘরে তৈরী কাশেম-১ রকেট ব্যবহার করে ইসরাইলে হামলা করতে শুরু করে। কাশেম রকেটগুলো যতটা না ক্ষতিকর তারচেয়ে বেশি মনস্তাত্ত্বিক আতংকজনক। প্রাথমিকভাবে এটি মোকাবেলায় ইসরাইল তাদের কাছে থাকা যুক্তরাষ্ট্রের তৈরী প্যাট্রিয়ট ক্ষেপনাস্ত্র ব্যবহার করতে শুরু করে। কিন্তু ২০০৬ নাগাদ তারা আর খরচে কুলিয়ে উঠতে পারছিলো না। কারন একটি কাশেম রকেটের পেছনে খরচ হয় মাত্র ৫০০ ডলার আর একটি প্যাট্রিয়টের দাম ২০-৩০ লক্ষ ডলার। কাজেই গাজা থেকে ইসরাইলের উদ্দেশ্যে ছোড়া শত শত কাশেম মোকাবেলা করতে তাদের দেউলিয়া অবস্থা হয়েছিলো।
বিকল্প হিসেবে তারা নিজেদের দেশে কম খরচে সারফেস-টু-এয়ার মিসাইল 'আয়রন ডোম' তৈরী করলো এবং ২০১১ সালে তা ব্যবহার করতে শুরু করলো। এটির কার্যকারিতাও মোটামুটি ভালো। একশটি কাশেমের মধ্যে ৯০টিকেই এটি আকাশে ধ্বংশ করে দিতে পারে।
কিন্তু তারপরও সমস্যা আছে। বর্তমানে কাশেম-৪ ক্ষেপনাস্ত্র তৈরী করতে খরচ আরো কমেছে। এখন এই রকেটে জ্বালানী হিসেবে ব্যবহার করা হয় রাসায়নিক নাইট্রেট সার আর চিনি। সেই সাথে এর পাল্লাও বেড়েছে। এখন এটা ১৬ কিলোমিটার যেতে পারে। ওয়ারহেডে নিয়ে যেতে পারে ১০ কেজি বিষ্ফোরক। আরো আশংকার বিষয় হচ্ছে এটি এখন ব্যপকভাবে উৎপাদন হচ্ছে।
অন্যদিকে দাম কমার পরও আয়রন ডোমের প্রতিটি ক্ষেপনাস্ত্রের দাম এখনো ৪০ হাজার ডলার; সাথে প্রতিটি আয়রন ডোম ব্যাটারীর পেছনে ৫ কোটি ডলারের খরচ তো রয়েছেই। চলমান ইসরালী হামলার সময় প্যালেস্টাইনীরা প্রচুর কাশেম-৪ ক্ষেপনাস্ত্র ব্যবহার করেছে এবং সেগুলো ধ্বংশ করতে গিয়ে ইসরাইলের আয়রন ডোমের মজুত প্রায় শেষ। এমতাবস্থায় যুদ্ধবিরতী ছাড়া উপায় আছে?
কাশেম বনাম আয়রন ডোমের বিবরণ এই ভিডিওতে আছে
উপরে কাম না অইলে এই লাইনে আস্তে কইরা ইদুর গুথা মারুন।
https://www.youtube.com/watch?v=9-DT7Pq0264
ইন্টারনেট থেকে কপি কইরা পোষ্টাইছি।
বিষয়: বিবিধ
২৩৪১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ব্যাপারে আমনে এক খান আলাদা পোষ্ট মারেন, আমি যাইয়া আমনের পোষ্টে উত্তর মারুম।
মন্তব্য করতে লগইন করুন