ভন্ডামী! মিশরের দেওয়া যুদ্ধ বিরতী প্রস্তাব ইস্রায়েল মানিয়া লইয়াছে! ইস্রায়েলের সকল শর্ত মানা হইলেও হামাসের একটি শর্তও মানা হয় নাই। দেখেন শর্ত গুলো..........
লিখেছেন লিখেছেন বেআক্কেল ১৫ জুলাই, ২০১৪, ০৩:২১:৫২ দুপুর
মিশর কর্তৃক যুদ্ধ বিরতি প্রস্তাবে ইসরাইলের সব দাবি মানা হইয়াছে তাই তাহারা যুদ্ধ বিরতীতে রাজি আর হামাসের একটি দাবীও মানা হয় নাই তাই তারা যুদ্ধ বিরতিতে না যাইয়া, গুলি খাইয়া একে একে মইরা যাইয়া চিরতরে শান্তির দেশে যাওয়াটাকে ভাল মনে করিয়াছে।
আপনেরা জানেন, হামাস এই যুদ্ধ বাধায় নাই, বাধাইছে ইস্রায়েল! আর ইস্রায়েলের সাথে আছে সিসি সহ জুব্বা ওয়ালাদের ইন্দন! জুব্বা ওয়ালারা বর্তমানে আমেরকিা ইস্রায়েলের চাইতে বেশী ডরায় ব্রাদার হুড, হামাস, হিজবুল্লাহ, জামায়াত মার্কা দলগুলোকে।
গাজার মানুষ হামাস কে ভোট মারছে, হেই কারনে সিসি ও যুব্বাওয়ালাদের থোড়া গোস্বা সেই মানুষদের উপর আছে, তাই কখনও সখনও সেখান কার অসহায় মানুষ দের শিক্ষা দিতে ইস্রায়েলকে অনুরোধ করে আক্রমণ করিতে।
কিছু মানুষ মরিলে জোব্বা ওয়ালা একটু আগাইয়া আসে, আর বলে যুদ্ধ থামাও। আর গাজার জনগনকে বুঝায়, যাদের কে ভোট মারছ তারা তোমাদের সাথে থাইকলে এভাবে ভবিষ্যতে আরো মরিতে হইবে।
আমনেরা বে-আক্কেলের মত মোটা বুদ্ধি লইয়া হামাসের দাবী গুলা পরখ কইরা দেখেন, সে গুলা কেমন?
- গাজা থেইকা ধইরা নেওয়া নেতাদের মুক্তি দিতে হইবে।
- গাজায় কর্মরত হামাস সরকারের ৪০ হাজার মানুষের বেতন পরিশোধের অনুমতি প্রদান করিতে হইবে। এই অনুমতি ছাড়া হামাস সরকার টাকাটা তাদের ব্যাংক থেইকা উত্তোলন করিতে পারিতেছেনা।
- রাফা বর্ডার খুলিয়া দিতে হইবে।
- গাজার কয়েক বছরের অবরোধ তুলিয়া লইতে হইবে।
তাইলে,
* এই সব দাবি না মানা হইলে যুদ্ধ বিরতি শেষ হইলেও হামাসের শাসনাধীন গাজায় স্বস্তি আসিবে না, কেননা টাকা ও বেতনের অভাবে তাদের না খাইয়া মরিতে হইব।
* ইসরাইল হত্যাযজ্ঞ বন্ধ করলেও বেঁচে থাকা মানুষেরা বর্ডার বন্ধের কারণে সামান আসবে না।
* টাকা পয়সা থাকলেও খাদ্যের অভাব থাইকা যাইব তাই না খাইয়া মরতে হইবে।
মিশর ইস্রায়েলকে খুশী কইরাছে, লেকিন এই রোজার মাসেও গাজার মানুষদের সাথে ভন্ডামী করার সুযোগ লইয়াছে। আমনেরা অনেকেই হামাসের এই সিদ্ধান্তে হয়ত হতবাক হইয়া যাইবেন! তবে বেআক্কেলের লিখা পইড়া হয়ত আসল মতলব বুঝিতে পারিবেন।
আমি বে আক্কেলের কুন বন্ধু নাই, আমি একা, তাই এই লিখাটি রোজার দিনে আমনেরা প্রচার করিবেন।
সময় থাকিলে এই লিঙ্কে যাইয়া একটু গুথা মারিয়া আসিতে পারেন: Click this link
বিষয়: বিবিধ
১৭৯৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেআক্কেল কাক্কু! মাথায় গ্যাঞ্জাম লাগাইয়া দিলেন এক্কেবারে? মুরসি মিয়ারে গত দেড় বছর আগেই খাচাই ডুকানো অইছে, আর আন্নে কইতাছেন মুরসি মিয়া জুব্বাওয়ালাদের কাতারে ডুইক্যা পইরছে! পেটের গ্যাস্ট্রিক তো মাথায় তু্ইল্যা মারাত্মক গ্যাঞ্জাম লাগাইয়া দিলেন।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন