ব্লগে জ্ঞানী মানুষের সংখ্যা কমে গেল কেন, বুঝলাম না?

লিখেছেন লিখেছেন বেআক্কেল ৩০ এপ্রিল, ২০১৪, ১১:২১:০৮ সকাল



আমার মনে হয়, ব্লগে জ্ঞানী মানুষের প্রাদুর্ভাব দেখা দিছে! বহু দিন ধইরা কোন পোষ্ট নির্বাচিত হইতেছে না। তার মানে জ্ঞানী লোকের জ্ঞানবান কথার আকাল পড়ছে!

রাষ্টপতি চেয়ারে নাই,

দেশে শান্তি নাই,

মন্ত্রীদের ঘুম নাই,

পরিবারে সুখ নাই,

পকেটে টাকা নাই,

নদীতে পানি নাই,

পানিতে মাছ নাই,

রাস্তায় নিরাপত্তা নাই,

ঘরের মানুষের হদিশ নাই,

বিদেশে ইজ্জত নাই,

দাদাবাবুদের বিশ্বাস নাই,

কোর্টে বিচার নাই,

প্রসাসনে আস্তা নাই,

নাই নাই নাই, সর্বত্রই নাই

ব্লগে আসি একটু বাতাশ খাইবার লাই,

হেই খানেও জ্ঞানী মানুষের অভাব ভাই,

তাইলে কোথায় যাই ????!!!!!!

বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215294
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৫
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :

দীর্ঘদিন যাবত পোষ্ট স্টিকি হচ্ছেন এর অর্থ এই নয় যে, এখানে জ্ঞানী লেখক নেই,
তবে আমার মনে হয়, মডারেটরা খুব টেনশনে আছে কিংবা ঘুমের মধ্যে আছে,
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৬
163605
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মডুতো দেখছি সেইরম ঘুমে আছেTongue Tongue
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫০
163616
বেআক্কেল লিখেছেন : মডুরা ঘুমায়! হেই কতা কইতে ডর লাগে।
215298
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : নাই নাই নাই নাই...
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫০
163617
বেআক্কেল লিখেছেন : হায়! হায়! হায়!
215299
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : জ্ঞানীর দরকার কি? জ্ঞানীরা আমাগোরে চুইল্ল্যা কলা খাওয়াইবো নি? আপনের মত বে-আক্কেল দু’য়েকজন থাকলেই চলবে। খালি ফ আকার ফা ম= বাতাস আর বাতাস দিয়েই ব্লগ চইলবো।
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫২
163619
বেআক্কেল লিখেছেন : Oil Come, Oil Come আমনেরে।
215303
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৩
ইমরান ভাই লিখেছেন : ব্লগে আসি একটু বাতাশ খাইবার লাই,
হেই খানেও জ্ঞানী মানুষের অভাব ভাই,
তাইলে কোথায় যাই ????!!!!!!
==================
"সংসদ ভবণে ট্রারাই করেন" Happy) Happy) Big Grin Big Grin
==================
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৩
163622
বেআক্কেল লিখেছেন : গত নির্বাচনে কইছিল আমারে দাড়াইতে। খাড়াইছিলাম আবার ধমক লাগাইয়া সবাই দিল!
215314
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৫
সুশীল লিখেছেন : মাইনাস
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৩
163623
বেআক্কেল লিখেছেন : আঁই কি আন্নের কাঁচা আইলে পা দিছি নি?
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫১
163665
আহ জীবন লিখেছেন : পা ন বাই ঠেং অইব।
০১ মে ২০১৪ সকাল ১০:৫৩
164075
বেআক্কেল লিখেছেন : ঠেং হইলেও চলবে।
215350
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : বেআক্কেল দেখি এত্তদিন পরে এক্কান আক্কেলবানের মতো কথা কইছে Give Up Give Up মনে রাখিয়েন বোকাদের আগমনে জ্ঞানীরা পালায় Not Listening ব্লগেও তাই হয়েছে মনে হচ্ছে Bring it On Bring it On
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৫
163624
বেআক্কেল লিখেছেন : হালাইতে দেন, হালাইতে দেন, দেখেন নাই সংসদ, বিশ্ববিদ্যালয়, বিচারালয় থেইকা সম্মানী হগল মানুষ হালাইছে। যারা আছে তারা আমার মত বেআক্কেল হইত যদি চইলত, খারাপ মানুষেরা বলে, সব 'বেআদব' তওবা তওবা হেই কতা আমি কমুনা।
215360
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৫
জুমানা লিখেছেন : বেঅাক্কেল এর আক্কেল ওয়ালা পোষ্ট পড়ে নিজেই বেআক্কেল হয়ে গেলাম। দু:খের কথা হলো গুনি লোকের কোথায় ও কদর নাই। আর এটা তো একটা ব্লগ!!!!!আপনাকে আক্কেল ওয়ালা ধন্যবাদ। Cook Cook Cook
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৭
163627
বেআক্কেল লিখেছেন : আসলেই গুনি লোকের কদর কোথাও নাই, কিছুদিন আগে শশুর বাড়িতেও গুনি লোকেরা সম্মান পাইত। মাইয়া লোগ খেমতায় বইসা সেই সম্মানও চইলা গেল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File