প্রবাসী ছেলেদের মাইয়া বিয়া না দিয়া, মাইয়াদের কি ফ্রিজে ঢুকাইয়া রাখুম? ভিতরে ঢুকেন ছবি দেইখা কথা কহেন!

লিখেছেন লিখেছেন বেআক্কেল ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:০৫:১৯ দুপুর



এই ব্যাটারে দেখেন, সে তো দেশী মানুষ, এক সাথে দুইটা বউ লইয়া সংসার করছে, হেরে চিনেনা কোন বে আক্কেলে! সব দোষ শুধু প্রবাসীদের..।

কয় দিন ধরে ব্লগ পাড়াই কি হইতাছে বুঝবার পারছিনা। সবাই শৃগালের মত এক রা। প্রবাসী ছেলেদের মেয়ে বিয়ে দিতে নাই। তবে কোন গুনী জন বলছে না প্রবাসী ছেলেদের কি করা উচিত। বহু বিদগ্ধ ব্লগার, উল্টো বাবা মাকে পরামর্শ দিচ্ছেন, প্রবাসী ছেলেদের কি কি প্রশ্ন করা হইবে, যাতে করে প্রবাসী ছেলেটি বিয়ের নাম না নিয়েই আবার প্রবাসে চলে যায়। এখনও অনেক ভাগ্য ভাল যে, প্রবাসী ছোকরাদের ডাক্তারী পরীক্ষা করার জন্য কাপড় চোপর খোলার পরামর্শ এখনও কেউ দেয়নি?

যাক বাবা, আমার কথা হইল যে সব পোলা পাইন দেশে আছে তাদের বেলায় কি কি প্রশ্ন করিতে হইবে, সেই ব্যাপারে কুন কথা নাই। দেশে যত খুন খারাবী হইতাছে তা তো দেশের পোলা পাইনেরা করছে। বাংলাদেশের বহুত বড় ব্যক্তি তাসলীম নাসরিন তো দেশের পোলাই বিয়ে করেছিল! হুমায়ুন আহমেদ তো দেশের মাইয়াই বিয়ে করছিল। তারা তো কেউ প্রবাসী ছিল না। তারা কোন কান্ড না কইরা বাকী রাখছিল! আসল কথা হইল যে বেড়া ভাঙ্গার মানুষ সে বেড়া ভাঙ্গবেই।

দেশী নাদুস নুদুস ছেলেকে মাইয়া বিয়া দিয়া কি মুসিবতে পড়ছে এই বাবা একটু ভাল কইরা তাকাইয়া দেখেন। সেই বাবা কি একবারও বলছে যে, প্রবাসীকে মাইয়া বিয়া দিও না। ছবি দেখেন আপনারাই বলেন

আমার বলার কিছু ছিল না,

শুধু চেয়ে চেয়ে দেখলাম............আমি যাই আপনারা থাকেন।


বিষয়: বিবিধ

৪৪৫৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177772
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৯
আব্দুল গাফফার লিখেছেন : জামাই একখান Rolling on the Floor :- Big Grin অনেক ধন্যবাদ
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৮
130890
বেআক্কেল লিখেছেন : আপনার জন্যও ধন্যবাদ
177773
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভাই মনে হয় প্রবাসী! যাই হোক আজকাল কিন্তু প্রবাসীরে মাইয়া দিতে মা বাবারা চিন্তা করতেছে...তই বউরে প্রবাসে নিয়ে গেলে তেমন সমস্যা করতেছে না। যাক যেমনটা চলছে আর কি...কি আর কমু!
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৯
130891
বেআক্কেল লিখেছেন : আন্নেরে আর কইতে হইবে না, আন্নেও হেই দলের বুইঝা ফালাইছি।
177783
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৪
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : যার ছবি দেখাইয়া যুক্তি দিতাছেন সে এখন কোথাই খেয়াল রাখছেন? বিয়ে কিন্তু করলে হবেনা, বউকে টিকে রাখার শক্তিও অর্জন করতে হবে,
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৮
130897
বেআক্কেল লিখেছেন : যে জমানা আইছে বউক টিকানো বড় কষ্টের। একখান দালান টেকানো সহজ কিন্তু বউ টেকানো সহজ নয়। বউকে মা ডাকলেও কাম হয়না। আরো বেয়াড়া হইয়া যায়।
177803
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এই বেআক্কেলডারে কোন আক্কেলমন্দ জামাই বানাইছে?
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৪
130933
বেআক্কেল লিখেছেন : স্বদেশী বেআক্কেল
177814
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০১
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনারতো দেখি ভালো আক্কেল হইবার লাগছে।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৪
130934
বেআক্কেল লিখেছেন : আপনাদের দোয়া ও ছোহবতের ফল।
177910
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
সিকদারর লিখেছেন : ভিডিওর জামাইডা কি আপনে ? আপনের নামের লগে এক্কেবারে খাপে খাপ মন্তাইজ্জার বাপ অইয়া গেছে।
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০১
131445
বেআক্কেল লিখেছেন : হেই কথাডা বইলা দিলে তো আমনেও আমার কাতারে আইসা পড়বেন।
177917
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার নাম পরিবর্তন করে আক্কেল রাখেন
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০২
131446
বেআক্কেল লিখেছেন : দিন কাল যা খারাপ এই মুহূর্তে সেই নাম নিতে পারছিনা, তাছাড়া আক্কেল ডিগ্রীর মেলা দাম।
177946
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
শেখের পোলা লিখেছেন : তা ভিডিও তে কোনটা আপনি তাতো চিনতি পারলামনা৷ একটু কইয়ে দেবেন কি?
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০২
131447
বেআক্কেল লিখেছেন : হেই কথাডা বইলা দিলে তো আমনেও আমার কাতারে আইসা পড়বেন।
178361
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : না ভাই, ফ্রিজে ঢুকাতে হবে না।
সময় মতো সবটিরই বিয়ে হয়ে যাবে।
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৩
131448
বেআক্কেল লিখেছেন : হইতে দেন, আমার কুন দুঃচিন্তা নাই, দুঃচিন্তা তো ব্লগারদের, খাইয়া কাম নাই।
১০
178453
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৮
হতভাগা লিখেছেন : প্রবাসী ছেলেদের না বিয়ে করার কোন কারণই নেই মেয়েদের । আর তাদের বাবা মায়েরও এ ব্যাপারে না করার কিছুই নেই ।

ছেলে বিয়ে করেই মাস দুয়েকের মধ্যে চলে যাবে আবার প্রবাসে - তখন মেয়ের শারিরীক ও মানসিক চাহিদা কিভাবে মেটাবে এই তো সমস্যা ?

সমস্যা মনে করলেই সমস্যা । ছেলে বিদেশে চলে যাচ্ছে ঠিকই , কিন্তু তার টাকা পাঠানো তো আর বন্ধ থাকছে না !

আর শারিরীক চাহিদা ? আজকালের মেয়েরা কি এতই বোকা যে তাদের একটাও প্রেমিক থাকবে না ? যে প্রেমিককে হয়ত চাল চুলোহীন বলে বাবা মা তার সাথে তাদের মেয়েকে বিয়ে দেন নি , কিনতু বাবা মায়ের চাপে পড়ে প্রবাসীকে বিয়ে করলেও মন পড়ে থাকে সেই চাল চুলোহীনের প্রতি ।

বিয়ে করে প্রবাসী যখন মাস দুয়েক পরে বাইরে চলে যায় তখন সে তার প্রেমিককে নিয়ে আসে তার ফিল্ডে ব্যাট চালাতে । বছর ঘুরতে না ঘুরতে যখন আরেকজনের আগমনের সংকেত আসে তখন আপনজন কেউ বুঝতে পারে না যে রান আরেকজন করেছে ।

বেচারা বিদেশ থেকে এসেও মনে করে যে রান তার ব্যাট হতেই এসেছে । কারণ সে মনে করে যে ২ মাসের জন্য এসে সে ভালই ব্যাট করেছে । বাকী দশ মাস এই রানেই চলবে ।

কিন্তু বউই জানে রান কার কাছ থেকে এসেছে ।

কিন্তু এ ব্যাপারে সে চুপচাপ থাকে ।

প্রবাসে স্বামী থাকলেও সেখান থেকে টাকা পাঠানোয় তার আর্থিক সমস্যা তেমন হয়ই না ; আর প্রেমিক তো আছেই তাকে এই নিঃসঙ্গ মুহূর্তে সময় দেবার জন্য , তাকে স্যাটিসফাই করার জন্য ।

মেয়েদের প্রবাসীকে বিয়ে করা তুলনামূলকভাবে লাভজনক । তবে সমস্যা হবে তখন যখন স্বামী তাকে প্রবাসে নিয়ে যেতে চাইবে ।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৯
131880
বেআক্কেল লিখেছেন : এহ হে রে কি সব হাবজাবি মন্তব্য করছেন, এই মন্তব্য পইড়া আমি নিজেকে ধরে রাখবার পারছিনা। চিন্তা করলাই বিয়াই করবনা প্রয়োজনে বাশের চুঙ্গায় আটকাইয়া রাখব।
১১
178611
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৭
সবুজেরসিড়ি লিখেছেন : ভিডিও তে যেমন শশুর তেমন তার জামাই . . .
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৯
131881
বেআক্কেল লিখেছেন : হ! এতদিন পরেই বুঝলেন।
১২
180332
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি কি কমু। দেশেথেকেও মেয়ে পাচ্ছি না Crying Crying
১৩
190969
১২ মার্চ ২০১৪ রাত ০২:৫৩
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি কিন্তু ভিন্ন। প্রবাসী হলেও বউ সাথে থাকে। আমিও প্রবাসী বউ ও প্রবাসী। জীবনে মানুষ বিয়া করে একবার। এর পরে বউ দুরে রাইখ্যা চ্যাকা খাওনের থেইক্ক্যা বিয়া না করাই ভাল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File