বাংলাদেশের নাগরিকের কাছে যদিও তিনি মহা সুবিধাভোগী কিন্তু ভারতের কাছে তিনি এখন পদ্মভূষক!

লিখেছেন লিখেছেন বেআক্কেল ২৬ জানুয়ারি, ২০১৪, ১১:৩২:৩০ সকাল



শিক্ষা ও সাহিত্যের জন্য ???!!! ভারতের তৃতীয় বেসামরিক সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণ পুরষ্কার পেয়েছেন এক কালের ভারতীয় নাগরিক অধ্যাপক আনিসুজ্জামান। সবর্দা ভারতের পক্ষে গীত গাওয়া এই মহান ব্যক্তির গৌরব উজ্জ্বল পদক প্রাপ্তির সংবাদে বাঙ্গালী জাতি মাঘ মাসের শীতের সকালেও উলঙ্গ হয়ে নাচানাচি করা উচিত!

মহাজট সরকারের আমলের শুরুতে ভারত সরকার বাংলাদেশের চিহ্নিত বুদ্ধিজীবিদের মূল্যায়ন শুরু করেছে দেখে আনন্দ লাগছে, হয়ত তারা বাংলাদেশের বাকী অমিমাংসীত সমস্যা সমাধানে উদ্যোগী হবেন।

যাক, মহান শিক্ষাবিধ আনিসুজ্জমান ২৬ শে মার্চ ১৯৭১ সালে গনহত্যা শুরুর ৫ দিন পরই অর্থাৎ ৩১ শে মার্চ হিন্দুদের ধুতি পরে (সালাউদ্দীন কাদের চৌধুরীর বিপক্ষে মামলায় নিজের দেওয়া তথ্য মতে) পৈত্রিক জান হাতে নিয়ে রামগড় বর্ডার দিয়ে দাদার বাড়ি পালিয়ে যান। বাংলাদেশ স্বাধীন হলে তিনি আরো মোটা তাজা হয়ে ফিরে আসেন। ভারতে প্রাণ বাঁচিয়ে অবস্থান করার সুবাধে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম খেতাব 'প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা' হিসেবে বাংলাদেশ সরকার থেকে স্বীকৃতি আদায় করেন। আমরা এই মহান কাণ্ডজ্ঞানী, গুণী, ধ্যানী ব্যক্তির উত্তরোত্তর আরো বৈশয়িক সম্মান প্রাপ্তির জন্য জাতির কাছে দোয়া ছাই।

বিষয়: বিবিধ

১৮১২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167851
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫০
শারমিন হক লিখেছেন : দালাল.....
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৩
121776
বেআক্কেল লিখেছেন : কেডা দালাল! আমি না ওনি
167869
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
হতভাগা লিখেছেন : ভারতের জন্য কিছু করেছেন বলেই ভারত তাকে পুরষ্কৃত করলো ।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৪
121779
বেআক্কেল লিখেছেন : কথাডা পুরা সত্য না হইলেও তবে পুরোডাই যে মিথ্যা নয় সেই কথা হলফ করে বলতে পারি।
167895
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০২
ইবনে আহমাদ লিখেছেন : এরকম আরো কিছু লোক যারা সেই ৪৭ সালের সুবিধা নিয়ে এসেছেন এই দেশে। কিন্তু এ পর্যন্ত তারা এই দেশকে নিজেদের দেশ ভাবতে পারছেন না। এগুলো দালাল ছাড়া আর কিছু নয়।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৭
121813
বেআক্কেল লিখেছেন : বাংলাদেশে যদি একটি দালাল গবেষণাগার ইনিষ্টিটিউট থাকত তাহলে সেখানে এসব মানুষের কদর আরো বহুগুণে বেড়ে যেত।
177835
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এই লন আপাততে দু'ধরনের দোয়া দিলাম। নিচের থেকে যে হনো একটা বাইচ্যা লন।




নিচের ডা কেমন অইবো?



এই দোয়াডাও যদি পছন্দ না তয় কোন ধরনের দোয়া দরকার তা অগ্রীম অর্ডার দিয়েন। কোন ধরনের আক্কেল ফি লাইগতো ন।
242289
০৬ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৯
গ্যাঞ্জাম খান লিখেছেন : হালারে জুতা মারলে জুতার মান ই্জ্জত সব চইল্যা যাইবো। জুতাডাও নাকাপ অইয়া যাইবো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File