বাংলাদেশের নাগরিকের কাছে যদিও তিনি মহা সুবিধাভোগী কিন্তু ভারতের কাছে তিনি এখন পদ্মভূষক!
লিখেছেন লিখেছেন বেআক্কেল ২৬ জানুয়ারি, ২০১৪, ১১:৩২:৩০ সকাল
শিক্ষা ও সাহিত্যের জন্য ???!!! ভারতের তৃতীয় বেসামরিক সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণ পুরষ্কার পেয়েছেন এক কালের ভারতীয় নাগরিক অধ্যাপক আনিসুজ্জামান। সবর্দা ভারতের পক্ষে গীত গাওয়া এই মহান ব্যক্তির গৌরব উজ্জ্বল পদক প্রাপ্তির সংবাদে বাঙ্গালী জাতি মাঘ মাসের শীতের সকালেও উলঙ্গ হয়ে নাচানাচি করা উচিত!
মহাজট সরকারের আমলের শুরুতে ভারত সরকার বাংলাদেশের চিহ্নিত বুদ্ধিজীবিদের মূল্যায়ন শুরু করেছে দেখে আনন্দ লাগছে, হয়ত তারা বাংলাদেশের বাকী অমিমাংসীত সমস্যা সমাধানে উদ্যোগী হবেন।
যাক, মহান শিক্ষাবিধ আনিসুজ্জমান ২৬ শে মার্চ ১৯৭১ সালে গনহত্যা শুরুর ৫ দিন পরই অর্থাৎ ৩১ শে মার্চ হিন্দুদের ধুতি পরে (সালাউদ্দীন কাদের চৌধুরীর বিপক্ষে মামলায় নিজের দেওয়া তথ্য মতে) পৈত্রিক জান হাতে নিয়ে রামগড় বর্ডার দিয়ে দাদার বাড়ি পালিয়ে যান। বাংলাদেশ স্বাধীন হলে তিনি আরো মোটা তাজা হয়ে ফিরে আসেন। ভারতে প্রাণ বাঁচিয়ে অবস্থান করার সুবাধে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম খেতাব 'প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা' হিসেবে বাংলাদেশ সরকার থেকে স্বীকৃতি আদায় করেন। আমরা এই মহান কাণ্ডজ্ঞানী, গুণী, ধ্যানী ব্যক্তির উত্তরোত্তর আরো বৈশয়িক সম্মান প্রাপ্তির জন্য জাতির কাছে দোয়া ছাই।
বিষয়: বিবিধ
১৮২২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিচের ডা কেমন অইবো?
এই দোয়াডাও যদি পছন্দ না তয় কোন ধরনের দোয়া দরকার তা অগ্রীম অর্ডার দিয়েন। কোন ধরনের আক্কেল ফি লাইগতো ন।
মন্তব্য করতে লগইন করুন