সুখ ভাংগা সুখ নাসিমা খান

লিখেছেন লিখেছেন জোহরা খাতুন সাহিত্য পরিষদ ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:৩০:৫০ সন্ধ্যা

Crying Punch

বড় বড় সিড়িঁ ভাংগে,

ভেংগে পড়ে ডাক্তারী ঘর ,

দালানের কার্নিশে ধরে নোনা পোক ,

সুড়কিরা ঝরে পড়ে

কলেরাদের গাঁয়, বেকসুর ডাক্তারের

অবাক দুচোখ ।

রোগী মরে ,মরে থাকে বেশ্যাদের ঘরে

ইন্জিনিয়ারের চোখ তখনও দেখে

নোট ভাংগা নোটে ।

অনামিকার ভেজা চোখে

সুদুর দেশে,কখন বেজে ওঠে সুরেলা আওয়াজ

দৌড় ছুট মনটা ঘরের কোনে,

চোখের তীর ঘেষে ছায়ার মত ,

কে যেন কে আসে যায়

জল ছায়া ছবি,

অনামিকার ঊঠা নামা

মন ভাংগা মনে , কংকালের নি:শ্বাসে

অনামিকার স্বর,

শব্দরা খেলা করে

স্বর ভাংগা স্বরে ।

ভেংগে পড়ে রাস্তার ছোট ছোট পুল,

অনামিকার শিরা ছেড়া রক্ত নদী

ছোট ছোট সাকোঁ হয়ে

সাগর কুলে, গড়ে তোলে

হৃদয়ের বেদনা বাসর ।

অনামিকার ভালোবাসা

স্বপ্ন এখন,

ভেংগে পড়ে সব সুখ

ভাড়ার ঘরে ,উনুনের কাঠ জ্বলে,

জ্বলে অনামিকা ।

বিদেশ বিভুইয়ে, কার চোখে চোখ,

তারপতি , ভাংগে কার দু:খের সাধন,

এখনও অনামিকার হাতে বুঝি হাত,

চোখ ছুয়ে রাতভর ,কার চোখে চোখ,

অনামিকার সুখ ভাংগে সুখের আশায়,

সিড়িঁ ভাংগে, ছাদ ভাংগে, পুল সেতু সব,

অসময়ে ভেংগে পড়ে

সুখ ভাংগা সুখ ।

000000000

বিষয়: বিবিধ

৯২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File