দেশে প্রগতিশীলতার নামে অপসংস্কৃতি তথা অশ্লীলতা দ্রূত ছড়িয়ে পড়ছে !!!
লিখেছেন লিখেছেন আব্দুল আজিজ এম আল সাইফ ৩০ মার্চ, ২০১৪, ১০:৪২:৩৭ রাত
রাষ্টীয় মদদে দেশে প্রগতিশীলতার নামে অপসংস্কৃতি তথা অশ্লীলতা দ্রূত ছড়িয়ে পড়ছে !!! এই অবস্থা চলতে থাকলে নিজেদের মান সম্মান নিয়ে রাস্তায় বের হওয়া সত্যি একদিন কষ্টকর হয়ে যাবে!! মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজে পাচ ওয়াক্ত নামাজ পড়েন বলে দাবি করেন অথচ বামদের নষ্ট প্ররোচনায় এই ধরনের অশ্লীলতার পৃষ্টপোসকতা করছেন এতা ভাবতে আমাদের কষ্ট হয় !!! মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজে নিশ্চয় জানেন নামাজ সকল প্রকার অশ্লীলতা থেকে মানুষকে দুরে রাখে। আমরা মানি আপনিও এই অশ্লীলতা থেকে অনেক দুরে কিন্তু আপনার প্রানপ্রিয় দেশ অপসংস্কৃতি, অশ্লীলতা এর অনেক ভিতরে চলে যাচ্ছে !! আমরা চাই আপনি একা নামাজী না হয়ে সাথে আমাদের কেও নামাজী হওয়ার কথা বলেন! আপনি একা অশ্লীলতা থেকে দুরে না থেকে আমাদের কেও অশ্লীলতা থেকে দুরে রাখার ব্যাবস্থা করেন!! দয়া করে দেশটাকে নষ্টদর হাতে দিয়ে নষ্ট হতে দিবেন না!!
বিষয়: বিবিধ
১৩১৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন