অধিকার
লিখেছেন লিখেছেন আব্দুল আজিজ এম আল সাইফ ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৩৫:৩৬ রাত
জীবনের অনেকটা সময় পেরিয়ে গেছে !
বৃস্টিহীনতা আর চৈত্রের খরায় জীবনটা অতিষ্ট।
ইশান কোলে একটুখানি মেঘ জমেছিল , তাতেই ঝড় !
কাল বৈশাখী ঝড় ।
তাতে সব কিছু নি্যে গেছে উড়া্যে !
তবু কয়েক ফোটা বৃষ্টিতো দিয়ে গেছে !
পাতাঝরা বৃক্ষগুলোতে নতুন কুড়ি গজিয়েছে ,
জীবন বৃক্ষে আজ এসেছে সজিবতা !
আজ বলতে ইচ্ছে করে তুমি আমার !
কিন্তু তুমিতো আমায় দাওনি সে অধিকার !
সময়ের ঘাড়ে ভর করে পাড়ি দিয়েছি বসন্ত ,
ফুলে ফুলে সাজানো বাগান আবার ভরে গেছে সবুজ পাতায় ।
অভিমানি বর্ষাও ফিরেছে ধরার বুকে !
জলের ধারা ঝরনা ছেড়ে নদী হয়েছে !
সাগর হতে আর নেই বাকি !
তবু তুমি বুঝনা, বুঝনা আমার চোখের ভাষা ?
(১৪।০২।২০১১)
বিষয়: বিবিধ
১২৭৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন