.....এই মেয়েগুলোকে বিয়ে করবে কারা ?

লিখেছেন লিখেছেন আব্দুল আজিজ এম আল সাইফ ২২ নভেম্বর, ২০১৩, ১২:২২:২১ রাত

তখন শাহাবাগীদের ভরা মৌসুম , যেখানে হাত দেয় সেখানেই বড় বড় মাছ ধরা পড়ে জালে । রাস্তা ঘাট সব জায়গাতে ওদের ব্যাবসা চলছে রম রমা । যে ছাগল গুলারে দেখতাম ওলিতে গলিতে গান্জা টানতে , সংস্কৃতির নামে ইদুর ইদুর খেলতে তাদের নাচানাচিতে জনজীবন অতিষ্ট । এতোদিন যারা ইদুর ইদুর খেলতো তারা আজ সারকাস নিয়ে ব্যাস্ত , রাস্তার মড়ে মড়ে মন্চ । কি যেন নাম ? হা হা মনে পড়েছে , গনজালাতন মুন্চ ।ম তে মশারফ [ হাসি নার বেয়ায় রাজাকার থাকলেও যুদ্ধাপরাধী ছিলেন না ] থুক্কু ম তে মুজাহিদ তুই রাজাকার তুই রাজাকার । দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধারা গান্জা ছেড়ে বিরিয়ানি ধরলো , মাথায় মাথায় দেশ প্রেমের কাপুড় । কতোয়না মধুময় যেন মধুমালতি ।হসপিতালেও যেন থাকতে কষ্ট হচ্ছে । প্রতিনিয়ত হাসি তামাশা , ডিসচার্জের উপর উল্টা পাল্টা কথা লেখা । স্বাধীনদেশে পরাধীনতার স্বাদ । বেশ মজায় লাগছিলো বটে , কুত্তাগুলা ভালোভাবেই চেনা যাচ্ছিলো । যা হোক , প্রতিদিন চেম্বারে জাওয়ার পথে কিছু সময় মোড়ে দাড়িয়ে নয়া যোদ্ধাদের নাচন কদন করতে দেখতাম । খারাপ না শুধু মুসলমানি নামটা ছাড়া আর কোনো অমিল পেতাম না ওদের মাঝে , এইটা নাকি বাঙ্গালিত্ব । বাহ ভালোতো ।মেয়েগুলা সব লাকি হতে উঠে পড়ে লেগেছে , মাইক সব সময় উদের হাতে । হাত নাড়িয়ে , নেচে নেচে আরো কতো কিছু ঝাকিয়ে , সেটা আর না বল্লাম , তুই রাজাকার তুই রাজাকার বলে চলেছে । যথারিতি র্দশক ৩০ জন , সংবাদিক ১০ জন আর কিছু টোকায় , সব মিলেয়ে যারা রাস্তার ধারে যৌন রোগের ঔষুধ বিক্রি করে তাদের আসরে যে লোক হয় তার চেয়ে কম ছাড়া বেশি কনোদিন দেখিনি । যথারিতি সেদিন চেম্বারে যাবার পথে সারকাস দেখতে দাড়ালাম , হাজার হলেও ফ্রি টাকার যাত্রাতো তাই ।অন্য দিনের মত নয়া লাকিরা নেচে , হেলে দুলে বুলি আওড়িয়ে যাচ্ছে আর গান্জাখোর নাগর গুলা সাড়া দিচ্ছে । আমার পাশেয় এক মধ্য বয়সী মহিলা এসে দাড়াল এবং কিছুক্ষন নাচন কদন দেখল । আমি ভাবলাম মহিলা হয়তো কাওকে খুজছে , এজন্য আমার জায়গা থেকে কিছুটা সরে এসে তার জন্য জা্য়গা করে দিলাম । ১ মিনিট হবেনা , মহিলা বের হতে হতে বলতে লাগলো এই মেয়েগুলোকে বিয়ে করবে কারা ? বাপ-মা কোন বাটপার তা কে জানে ? আমি আস্তে করে বল্লাম আন্তি এইগুলা ২য় মুক্তিযুদ্ধের বিরঙ্গনা , এদের বিয়ের দরকার হয়না ,অলিখিত স্বামীর অভাব নেয় । আন্টি হয়তো আমার কথাগুলা শুনতে পারেনি কিন্তু তার ফল দেখলাম আজ ! জুনিয়র ব্যাচের এক ছোট ভাই বিয়ের জন্য মেয়ে দেখতে যাবে , আমাকে না নিয়ে সে যাবেনা সুতরাং কি আর করার সেজে গুজে চললাম যথা উদ্দেশে । যাওয়ার পথে ওরে বললাম মেয়েতো দেখতে যাচ্ছিস , ভালো করে খোজ খবর নিয়েছিস তো ? তা মোটামুটি নিয়েছি । আমি বল্লাম মোটামুটি নিলে হবে সব কিছু ভালো করে খোজ নিয়ে আশা ভালো ছিল না ? সে নিয়ে আপনার ভাবতে হবে না , আমি বুঝে নেওয়ার টেকনিক একটা বের করে রেখেছি । যা হাক যথা সময়ে পৌছালাম এবং আপ্যায়ন র্পব সেরে কাজের কথায় আসলাম । কথার ফাকে আংকেলের কাছে ছোটো ভাই জানতে চাইল , ও কি শাহাবাগের আন্দোলনে যেতো নাকি ? এই বাবা খেপেছে , কি আমার মেয়ে কি এতো খারাপ যে শাহাবাগে যাবে , আমি কি মেয়েরে কিছু শেখায় নি ইত্যাদি ইত্যাদি । যা হোক চোখের সামনে বিয়েতা ভেঙ্গে গেলো । আমি আর কি বলবো হিতে বিপরিত হল । মনে মনে ভাবলাম , শাহাবাগীদর আনস্থা এতো খারাপ ???????????/

বিষয়: বিবিধ

১৯০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File