মায়ের কাছে কিছু কথা
লিখেছেন লিখেছেন মোঃ কামরুল ইসলাম সুমন ০৪ এপ্রিল, ২০১৫, ১১:০৩:০৯ রাত
মা তুমি কেমন আছো? ঐ দূর আকাশের নীলিমায় তারা হয়ে কিভাবে আছো মা? তোমার কি কখনো ভুলেও মনে পড়ে না তোমার অসহায় ছেলে-মেয়েদের কথা? যাদের তুমি সবসময় বুকে আগলে রেখেছিলে শত সহস্র ঝড় ঝাপটা সয়ে। কখনো একটুখানি আচড় লাগতে দাওনি কারো গায়ে।জানি মা আজ যত কথা বলি না কেন তুমি উত্তর দেবে না। সাড়া দেবে না আমার ডাকে। আমার কোনো প্রশ্নের উত্তর তুমি আর কোন দিন দেবে না। তবুও তোমাকে আজ আমি বলবো।
অনেক কথা তোমাকে বলতে হবে। মনের মাঝে অনেক কথা জমে আছে তোমাকে বলার জন্য।
বুঝতেই পারিনি তুমি এভাবে চলে যাবে। তোমাকে মনের মতো করে দেখা হল না। মা আজ তোমার চাঁদ মুখখানি খুব দেখতে ইচ্ছে করছে! থাকতে বুঝিনি তুমি কত আপন? তোমাকে কত কষ্ট দিয়েছি। আজ যখন তুমি নেই তখন ঠিকই বুঝতে পেরেছি আমি কী হারিয়েছি। মা আজ আর কেউ তোমার মতো করে ভালবাসে না। তোমার মতো আদর, মায়া-মমতা দিয়ে কাছে টানে না। কে আছে তোমার মতো আপন? তোমার তুলনা শুধুই তুমি।
মা তুমি কি দেখতে পাও তোমার সন্তানদের? তোমাকে ছাড়া আমাদের কি অসীম দুঃখ, বেদনা হাহাকার তা তুমি বোঝ না? কেন তুমি আমাদের মাঝে আবার চলে আস না?মা তোমাকে হারিয়ে আমারা যে একান্ত এতিম হয়ে গেলাম। তুমি যখন আমাদের কাছে ছিলে তখন আমরা এই কষ্টটা কখনো বুঝিনি। কখনো ভাবিনি এত তাড়াতাড়ি তোমাকে হারাতে হবে। জানো মা সন্তানদের কাছে সবচাইতে কষ্টের জিনিস কি? তা-হলো অসময়ে মা- বাবা কে হারানো।যদি তোমার যাওয়ার সময় হতো তাহলে আমরা মেনে নিতাম। এখনতো মনকে কোনভাবেই বুঝাতে পারি না। তুমিহীনা সেই ঘরে যেতে একটি বারও ইচ্ছে করে না।সবসময় তোমার জন্য প্রাণ কাঁদে। একা একা কান্না করা ছাড়া আর কোন উপায় নেই। আগে তুমি ছিলে। তোমাকে সব কথা বলতাম। এখন কাকে বলব মা?
অনেকটা নিভৃতে কেটে গেছে ছয়টা মাস। আমি জানি তোমাকে ভুলে যাওয়া কখনো আমার পক্ষে সম্ভব না, তারপরও ভুলার চেষ্টা করি, কিন্তু দিনের আলো যখন অন্ধকারের দিকে ধাবিত হয় কেনো যেনো তখন তোমাকে আরো বেশি করে কাছে পেতে ইচ্ছে হয়। পারি না মা, একটি রাতও তোমাকে ছাড়া থাকতে পারি না। বেশিরভাগ সময়ই রাত জেগে থাকি। যখন ভোরের সূর্য জানান দেয় তার আগমনী বার্তা, তখন ঘণ্টা চারেকের জন্য ঘুমুতে যাই। কেনো এমন হচ্ছে বলতে পারো মা ?
প্রতিটা রাত আমার যন্ত্রণার মাঝে কাটে। সত্যি বলতে তোমাকে হারিয়ে আমি বুঝেছি, নিঃসঙ্গতা বলতে কি বুঝায়। আমি হলফ করে বলতে পারি তুমিই ছিলে আমার একমাত্র সম্বল। আপন কাকে বলে সেই বাক্য এখন আর আমাকে টানে না। অনেকটা জোর করে ঘুমাতে চাই কিন্তু পারি না।বলতে কি পারো মা, প্রতিরাতের এই ক্ষত আর কতোদিন বয়ে বেড়াতে হবে ?
আল্লাহর কাছে প্রার্থনা করছি তোমার সঙ্গে যেন জান্নাতুল ফেরদাউসে মিলিত হওয়া সুযোগ তিনি আমাকে করে দেন। মহান রবের জন্য এটি কোনো কঠিন কাজ নয়। হে মনিব আমার প্রথর্না কবুল করুন। আমিন
মাগো তোমার ঐ সোনা মুখ ভুলতে পারি না।
মাগো তোমার ঐ সোনা মুখ ভুলতে পারি না।
মাগো তোমার ঐ সোনা মুখ ভুলতে পারি না।
মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাইনা মা।
তোমর লাগি কেদে কেদে আমি পাগল পাড়া
তোমার জন্য পথিক আমি, ঘর বাড়ি সব ছাড়া।
তোমার বিনে বেচে থাকা, উ]স যাগে না মা।
মাগো তোমার ঐ সোনা মুখ ভুলতে পারি না।
সকল আঘাত সইতে পারি, এ দুনিয়ার বুকে
শুধুই কাতর জীবন আমার, তিুমি হা শোকে
তোমার বিদায় সেই বেলাটি, শুধু দেয় বেদনা মা
মাগো তোমার ঐ সোনা মুখ ভুলতে পারি না।
হাজার হাজার মানুষ দেখি ভরতি আমার বাড়ি
চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ী।
পালকি চড়ে এ ঘর ছেড়ে, ফিরবে না মা
মাগো তোমার ঐ সোনা মুখ ভুলতে পারি না মা।।
কাফন খানা একটু খুলে, দেখি যখন মুখ
দুচোখ জুড়ে বন্যা আসে ফেচে যায় গো বুক
কে দিবে আর আদর সোহাগ, কে দিবে সান্তনা মা।
মাগো তোমার ঐ সোনা মুখ ভুলতে পারি না।
বিষয়: বিবিধ
৩৬৭৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনার মনকে শান্ত করে দিন ও আপনার মাকে জান্নাত দান করুন । আমীন ।
আপনার আম্মাকে মহান আল্লাহ সকল গুনা মাফ করে জান্নাতের মর্যাদা দান করুন এই দোয়া করি।
এই একটা শব্দ মনের গভীর থেকে আসে আম্মা
অনেক ধন্যবাদ মাকে নিয়ে পোস্টার জন্য
মহান আল্লাহ পাক আপনার দিলে শান্তি ও রাহমা বর্ষণ করুণ ও আপনার মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন । আমীন ।
মন্তব্য করতে লগইন করুন