Free Jamaat Leaders

লিখেছেন লিখেছেন বিতর্কিত মুফরাদ ১৫ অক্টোবর, ২০১৪, ০১:৫৫:৫২ দুপুর

মাওলানা মতিউর রহমান

নিজামী এর

বিরুদ্ধে সাজানো সাক্ষীদের

পরষ্পর বিরোধী বক্তব্য

১১ নং সাক্ষী শামসুল হক নান্নু

বলেছেন ১১ এপ্রিল

মাওলানা নিজামীর

নেতৃত্বে তাদের পাবনার

বাড়ি ভাংচুর করা হয় এবং পাশের

বাড়ির

ছাদে বসে তিনি তা দেখেছেন।

অপর দিকে জহিরুদ্দিন জালাল

ওরফে বিচ্ছু জালাল বলেছেন একই

সময়ে তিনি মাওলানা নিজামীকে ঢাকায়

সার্কিট হাউজে দেখেছেন। কার

কথা সত্য?

বিচ্ছু জালাল বলেছেন ৩০ আগস্ট

তাকে এমপি হোস্টেলে ধরে নিয়ে মাওলানা নিজামী পিস্তল

দিয়ে তাকে পিটিয়েছেন। আবার

সাক্ষী অনিল বলেছেন, আগস্টের

শেষের

দিকে মাওলানা নিজামীকে মুক্তিযোদ্ধা বাতেন

পাবনায় তার নৌকায়

আটকে রেখে নির্যাতন করে।

আসলে মাওলানা নিজামী কোথায়

ছিলেন এবং কার কথা সত্য?

বিষয়: রাজনীতি

১১৭২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274642
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১১
ফেরারী মন লিখেছেন : আপনাকে কি জামাতের পক্ষ থেকে ব্লগে তাদের মুক্তির ব্যাপারে বার বার পোষ্ট করতে বলছে কেউ? পর পর দেখছি আপনার প্রায় একই ধরনের পোষ্ট।
274679
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
274785
১৫ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৪
বিতর্কিত মুফরাদ লিখেছেন : আন্দাজে কথা বলেন কেন? আমি কি একই লেখা লেখছি নাকি? দয়া করে সব ব্লগ পড়ার অনুরোন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File