তিনি ভাষা সৈনিক, তিনি রাজাকার !

লিখেছেন লিখেছেন বিতর্কিত মুফরাদ ১০ অক্টোবর, ২০১৪, ১০:৫০:১৫ রাত

ভাষা সৈনিক অধ্যাপক গোলাম

আযম :

২৭ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র

সমাজের পক্ষ

থেকে রাষ্ট্রভাষা বাংলার

দাবিসম্বলিত

একটি ঐতিহাসিক

স্মারকলিপি প্রধানমন্ত্রীকে

প্রদান করা হয়। তৎকালীন

ডাকসুর জিএস (অধ্যাপক)

গোলাম আযম ঐ

স্মারকলিপিটি (http://

ghulamazam.info/

manpattro.php ) পেশ করেন।

তুমুল করতালির মধ্য

দিয়ে রাষ্ট্রভাষা বাংলার

দাবি সম্বলিত

স্মারকলিপিটি পাঠ করেন

তৎকালীন তুখোড়

ছাত্রনেতা (অধ্যাপক) গোলাম

আযম।

অথচ সেই ভাষা সৈনিক আজ

বন্দী!!! অবিলম্বে তার

মুক্তি চাই।

অধ্যাপক গোলাম আযম

পাকিস্তান প্রতিষ্ঠার পর

হতেই ভাষা আন্দোলনের

সাথে জড়িত। ১৯৪৮ সালের

১১ মার্চ

থেকে তিনি প্রত্যক্ষভাবে ভাষা আন্দোলনে শরীক

হন। এই দিন

রাষ্ট্রভাষা বাংলার

দাবিতে হরতাল পালিত হয়।

১৯৪৮ সালে কায়েদে আযম

মুহাম্মদ আলী জিন্নাহ্

তৎকালীন পূর্ব পাকিস্তান

আগমনের পূর্বে এই দাবির

যথার্থতা তুলে ধরার জন্যই

প্রথম

গণদাবী হিসেবে বাংলাকে রাষ্ট্রভাষা করার

দাবিতে আন্দোলন শুরু হয়।

হরতাল সফল

করতে তিনি ডাকসু’র জিএস

হিসেবে ছাত্রদের সংগঠিত

করেন, বিভিন্ন গ্রুপে বিভক্ত

করে পিকেটিংয়ের জন্য

রাজধানীর গুরুত্বপূর্ণ

পয়েন্টগুলোতে পাঠান।

তিনি নিজেও একটি গ্র“প

নিয়ে গুলিস্তান

টিএন্ডটি অফিস (বর্তমান

টেলিফোন এক্সচেঞ্জ)

ভবনের কাছে যান। ১৯৪৮

সালের ১১ মার্চ

রাষ্ট্রভাষা বাংলার

দাবিতে হরতালে পিকেটিংয়ের

সময় তখন তাঁকে সহ ১০-১২

জনকে গ্রেফতার

করে তেজগাঁও থানায়

নিয়ে যাওয়া হয়।

১৯৪৮ সালে পাকিস্তানের

প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত

আলী খান ঢাকায় আসেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের

জিমনেসিয়াম মাঠে ছাত্রদের

উদ্দেশ্যে ভাষণ দেন। ২৭

নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে

র ছাত্র সমাজের পক্ষ

থেকে রাষ্ট্রভাষা বাংলার

দাবিসম্বলিত

একটি ঐতিহাসিক

স্মারকলিপি প্রধানমন্ত্রীকে

প্রদান করা হয়। তৎকালীন

ডাকসুর জিএস অর্থাৎ

(অধ্যাপক) গোলাম আযম ঐ

স্মারকলিপিটি পেশ করেন।

তুমুল করতালির মধ্য

দিয়ে রাষ্ট্রভাষা বাংলার

দাবি সম্বলিত

স্মারকলিপিটি পাঠ করেন

তুখোড় ছাত্রনেতা (অধ্যাপক)

গোলাম আযম। এরপর থেকেই

রাষ্ট্রভাষা আন্দোলনের

দাবি দানা বাঁধতে থাকে, যার

মূলে ছিল প্রধানত ছাত্ররা।

আর তখন সকল ছাত্র

আন্দোলনের কেন্দ্রবিন্দু

ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, যার

প্রাণকেন্দ্রে ছিলেন ডাকসু’র

তrকালীন জিএস এই

(অধ্যাপক) গোলাম আযম।

১৯৫২ সালে জনাব গোলাম

আযম রংপুর কারমাইকেল

কলেজের অধ্যাপক ছিলেন।

১৯৫০’ এ ঢাকা বিশ্ববিদ্যালয়

থেকে এম.এ পাশ

করে সেখানে রাষ্ট্রবিজ্ঞান

বিভাগের শিক্ষক

হিসেবে তিনি কর্মজীবনে প্রবেশ

করেন। ভাষা আন্দোলনের

উত্তাল ঐ

সময়ে সেখানে তিনি তখন

বিভাগীয় প্রধান ছিলেন। তিনি,

বাংলা বিভাগের অধ্যাপক

জমির উদ্দীন ও দর্শন

বিভাগের অধ্যাপক কলিমুদ্দীন

আহমদ এবং সেখানকার

স্থানীয় কয়েকজন রাজনৈতিক

কর্মী ও ছাত্রদের

নিয়ে বিক্ষোভ সমাবেশের

আয়োজন করেন। তখন

শিক্ষক ও কয়েকজন ছাত্রসহ

অধ্যাপক গোলাম আযম

আবারো গ্রেফতার হন।

পরবর্তীতে,

তিনি ভাষা আন্দোলনের

নেতৃত্ব দেয়ার “অপরাধে”

১৯৫৫ সালে পুনরায় গ্রেফতার

হন এবং তাঁর

সরকারি চাকুরী হারান।

উনাকে মুক্তি দেয়ার দিন

স্থানীয় জনগণ যেন জমায়েত/

সংবর্ধনা দিতে না পারে সে জন্য

রংপুর শহরে ১৪৪

ধারা জারি করা হয়েছিল।

আজ, ভাষা আন্দোলনের

সিপাহসালার অধ্যাপক গোলাম

আযম এক ঘৃণ্য ষড়যন্ত্রের

শিকার। আল্লাহর

জমিনে আল্লাহর দ্বীন

প্রতিষ্ঠার আন্দোলনের

অপরাধে আজ

তিনি রাজনৈতিক প্রতিহিংসার

শিকার।

রাজনৈতিকভাবে যারা উনাকে মোকাবেলা করতে ব্যর্থ

তারা এই

বৃদ্ধকে কারাবন্দী রেখে নির্যাতন

করে চলেছে।

বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272955
১০ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৮
ফেরারী মন লিখেছেন : বিনা দোষে আটক নেতাদের মুক্তি দিন। তবে দোষ করে থাকলে ভিন্ন কথা।
273031
১১ অক্টোবর ২০১৪ রাত ০৪:৩১
নোমান২৯ লিখেছেন : আমার কথা উপ্রের কমেন্টকারী বলে ফেলছে|সুতরাং আমার কমেন্ট ১নং কমেন্ট দ্রষ্টব্য|! ধন্যবাদ++++
273033
১১ অক্টোবর ২০১৪ রাত ০৪:৪১
তহুরা লিখেছেন :
273046
১১ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৪৮
কাহাফ লিখেছেন :

বিষয় টা সত্য হলেও জামাত-শিবির ছাড়া কারো আলোচনায় আসে না তা,কেন?
অধ্যাপক গোলাম আজমের তৎকালীন সহকর্মী-যোদ্ধাদের নাম-ধাম সহ তুলে ধরলে আরো গ্রহনীয় হবে বিষয় টা।
মহান আল্লাহ উনাকে হেফাযত করুন, আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File