হিন্দু ধর্ম গ্রন্থে বলা হচ্ছে পৃথিবী স্থির!
লিখেছেন লিখেছেন বিতর্কিত মুফরাদ ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৪৭:৪০ বিকাল
হিন্দু ধর্মের ভুলঃ
বেদ বলছে পৃথীবি স্থিরঃ
১। “Oh Man ! He who
made the trembling
earth static is Indra.” (Rig
Ved
2/12/12)
অর্থঃ দেব ইন্দ্র
পৃথিবী কে স্থির রেখেছেন।
২। “The God who made
the earth stable” (Yajur
Ved 32/6)
অর্থঃ ঈশ্বর এই পৃথিবীকে স্থির
রূপে তৈরি করেছেন।
৩। “Indra protects the
wide earth which is
immovable and has
many forms ”
(Atarv Ved 12/1/11)
অর্থঃ ইন্দ্রা এই বিশাল
পৃথিবীকে স্থির রেখেছেন।
আমরা জানি পৃথিবী সূর্যের
চারদিকে ঘুড়ছে। কিন্তু বেদ
বলে সূর্য
ঘোড়ার গাড়ির উপর রয়েছে ও এই
ঘোড়ার
গাড়িটি ৭টি ঘোড়া চালিয়ে নিয়ে যাচ্ছে এবং পৃথিবীর
চারদিকে ঘুড়ছে।
১। “Sun is full of light
and knows all the
human beings, so his
horses take
him to sky to look at the
world” (Rig Ved 1/50/1)
অর্থঃ সূর্য আলোর আধার এবং সকল
মানব সম্প্রদায় কে সে চেনে,
তাই
তার ঘোড়াগুলো তাকে বিশ্ব
দেখানোর জন্য
আকাশে নিয়ে গেছে।
২। “O, Bright sun, a
chariot named harit with
seven horses takes you
to sky”
(Rig Ved 1/50/8)
অর্থঃ “হে, উজ্জ্বল সূর্য, হৃত
নামক সাতঘোরায় চালিত রথ
তোমাকে আকাশে নিয়ে গেছে।”
৩। “O, man, the sun who
is most attractive, takes
round of the earth, on
his
golden chariot through
the sky and removes the
darkness of the earth”
(Yajur Ved 33/43)
অর্থঃ হে মানব, আকর্ষনীয় সূর্য
সোনার রথের উপর
চড়ে পৃথিবীকে প্রদক্ষিন
করছেএবং পৃথিবীর অন্ধকার দূর
করছে।
বেদ বলছে আকাশের পিলার
আছে এবং তা গরুর উপর রয়েছেঃ
১। “The Bull has
supported the
sky.” (Yajur Ved: 4: 30)
অর্থঃ গরু আকাশ কে ধারন
করে আছে।
২। “Upon the back of bull
(Aditi) I lay thee the sky’s
supporter” (Yajur Ved:
14:5 )
অর্থঃ গরু অদিতির পিঠের উপর
আমি আকাশকে বসিয়ে দিয়েছি।
বাতাস ছাড়া কি প্রদীপ
জ্বলতে পারে?
১। “A lamp kept in
windless place does not
shake.” (Bhagvad Gita: 6:
19)
অর্থঃ বায়ু বিহীন জায়গায়
প্রদীপের আলোকাঁপে না।
>> বাতাস না থাকলে তো আলোই
জ্বলার কথা না, কাঁপা তো দূরের
কথা।
২। Arjun says to
Krishna ,“The sun and
moon are your
eyes.” (Bhagvad Gita: 11:
19)
অর্থঃ “অর্জুন কৃষনা কে বল্ল,
‘সূর্য এবং চাঁদ তোমার দুই চোখ”
>> আমরা জানি সূর্য এবং চাদ
কারো চোখ নয়, সূর্য
হচ্ছে নক্ষত্র এবং চাঁদ
পৃথিবীর উপগ্রহ।
কপি ফ্রম ব্লগগ।
বিষয়: বিবিধ
১৪৪০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 8870
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> লিটুয়ারা লিখেছেন : হিন্দু ধর্ম গ্রন্থে বলা হচ্ছে পৃথিবী স্থির। আল কোরান কি বলে???আল কোরান, সূরা- ১৬:১৫
এবং তিনি পৃথিবীর উপর পাহাড় চাপিয়ে স্থির রেখেছেন যে, কখনো যেন তা তোমাদেরকে নিয়ে হেলে-দুলে না পড়ে এবং নদী ও পথ তৈরী করেছেন, যাতে তোমরা পথ প্রদর্শিত হও।
And He has affixed into the earth mountains standing firm, lest it should shake with you, and rivers and roads, that you may guide yourselves.
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 8870
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> লিটুয়ারা লিখেছেন : তা তো বুঝলাম! কিন্তু "আকাশে ফেল্লে থুতু, পরে নিজের গায়"........., এ কথাটি আপনার মুমিনী ব্রেনে কট খেয়েছে তো???A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 8870
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আল কোরান, সূরা- ১৬:১৫
এবং তিনি পৃথিবীর উপর পাহাড় চাপিয়ে স্থির রেখেছেন যে, কখনো যেন তা তোমাদেরকে নিয়ে হেলে-দুলে না পড়ে এবং নদী ও পথ তৈরী করেছেন, যাতে তোমরা পথ প্রদর্শিত হও।
And He has affixed into the earth mountains standing firm, lest it should shake with you, and rivers and roads, that you may guide yourselves.
মন্তব্য করতে লগইন করুন