অকৃতজ্ঞ হুমায়ুন আজাদ

লিখেছেন লিখেছেন বিতর্কিত মুফরাদ ১৪ আগস্ট, ২০১৪, ০৬:১৯:১০ সন্ধ্যা

https://m.facebook.com/bpi.shibir/photos/a.1428495530699783.1073741827.1421792138036789/1521184751430860/?type=1&source=46&refid=17

প্রখ্যাত মুক্তমনা নাস্তিক হুমায়ুন আজাদ এই হামলায় আহত হন, দু মাস পর জার্মানিতে চিকিতসাধীন অবস্থায় মারা যান। পাশে যে ছেলেটি রক্তাক্ত হুমায়ুনকে ধরে আছে তার নাম হাসান, ঢাবি পড়ুয়া। বোমা হামলার পর হুমায়ুনের দু চোয়াল অস্বাভাবিক হাঁ হয়ে ছিল বলা যায় বিচ্ছিন্ন প্রায়। দু চোয়ালকে অনেকটা থাপ্পড় মেরে মেরে এক জায়গায় করে হাসান। পুলিশের ভ্যানে করে তাকে হাসপাতালে নেয়। রক্তাক্ত শার্ট এখনও হাসান যত্ন করে তুলে রেখেছে। কিন্তু অকৃতজ্ঞ হারামী হুমায়ুন এমনকি তার পরিবার এ পর্যন্ত এই উদ্ধারকারী হাসানের খবর নেয়নি। দু মাস পর অকৃজ্ঞটা মারা গেল। আর এদিকে হাসান শপথ নিয়েছে জীবনেও এখন কারও উপকার করবে না।

বিষয়: সাহিত্য

১১১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254270
১৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
কাজি সাকিব লিখেছেন : যে লোক তাঁর সৃষ্টিকর্তাকে অস্বীকার করতে পারে তার পরিবার কোন উপকারীর উপকার স্বীকার করবে কি করে?
১৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
198086
আহ জীবন লিখেছেন : সহমত।
254334
১৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৩
হতভাগা লিখেছেন :
'বোমা হামলার পর হুমায়ুনের দু চোয়াল অস্বাভাবিক হাঁ হয়ে ছিল বলা যায় বিচ্ছিন্ন প্রায়। ''


০ উনার উপর বোমা হামলা হয়েছিল নাকি উনারে কোপাইছিল ?

256067
১৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৭
বিতর্কিত মুফরাদ লিখেছেন : দুইটাই হয়েছিল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File