অকৃতজ্ঞ হুমায়ুন আজাদ
লিখেছেন লিখেছেন বিতর্কিত মুফরাদ ১৪ আগস্ট, ২০১৪, ০৬:১৯:১০ সন্ধ্যা
https://m.facebook.com/bpi.shibir/photos/a.1428495530699783.1073741827.1421792138036789/1521184751430860/?type=1&source=46&refid=17
প্রখ্যাত মুক্তমনা নাস্তিক হুমায়ুন আজাদ এই হামলায় আহত হন, দু মাস পর জার্মানিতে চিকিতসাধীন অবস্থায় মারা যান। পাশে যে ছেলেটি রক্তাক্ত হুমায়ুনকে ধরে আছে তার নাম হাসান, ঢাবি পড়ুয়া। বোমা হামলার পর হুমায়ুনের দু চোয়াল অস্বাভাবিক হাঁ হয়ে ছিল বলা যায় বিচ্ছিন্ন প্রায়। দু চোয়ালকে অনেকটা থাপ্পড় মেরে মেরে এক জায়গায় করে হাসান। পুলিশের ভ্যানে করে তাকে হাসপাতালে নেয়। রক্তাক্ত শার্ট এখনও হাসান যত্ন করে তুলে রেখেছে। কিন্তু অকৃতজ্ঞ হারামী হুমায়ুন এমনকি তার পরিবার এ পর্যন্ত এই উদ্ধারকারী হাসানের খবর নেয়নি। দু মাস পর অকৃজ্ঞটা মারা গেল। আর এদিকে হাসান শপথ নিয়েছে জীবনেও এখন কারও উপকার করবে না।
বিষয়: সাহিত্য
১১১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ উনার উপর বোমা হামলা হয়েছিল নাকি উনারে কোপাইছিল ?
মন্তব্য করতে লগইন করুন