সব শিবিরের দোষ !

লিখেছেন লিখেছেন বিতর্কিত মুফরাদ ০৮ জানুয়ারি, ২০১৪, ১০:২১:১৩ সকাল

ছোট বোন তানিশা । সব সময়

আমাকে তুঙ্গে রাখে ।

গেটে নক করতেই

তানি দৌড়ে এসে গেট খুলে দিলো ।

রান্না ঘর থেকে আম্মুর ২০০

ভোল্টের এক

একটা কথা ভেসে আসছে ।

খাটের উপরে বসে মুজা খোলা শুরু

করছি । এদিকে তানিশার তার

বকবকানি শুরু করছে ।

-ভাইয়া শুনছিস শাহজানপুর

সুজাবাদ স্কুলের মান্নান স্যার

তার নিজের স্কুলে আগুন দিছিল ।

-আম্লীগের

চামচাটা নাকি ধরা খাইছে শুনলা



-হু দপ্তরি চাচা চাপের

মুখে স্যারের কথা সব বলে দিছে ।

-তুই আবার ওকে স্যার স্যার

কচ্ছিস ক্যা ? দু চারটা অ আ

শিখালেই স্যার হওয়া যায় নাকি?

-পরে যৌথ

বাহিনী এসে তাকে উদ্ধার

করছে ।

-বেঁচে গেছে । মান্নানের তো কিছু

হবিইনা , উল্টা গজব সব দপ্তরির

উপর দিয়ে যাবে । সেদিন

শাহজানপুরে ছাত্রলীগের শহীদ

মিনার ভাঙ্গার কথাই ধর ।

টেবিলে আম্মু ভাত বাড়ছেন আর "ঐ

যে দু জনে শুরু করছে । খেতে আয়

জলদি !"

-তানি চল মহারানী ডাক

দিয়ছেন!

-ভাইয়া তোকে এত বিমর্ষ

লাগতেছে যে, সমাবেশে গন্ডগোল

হয়নি তো ।

এই কাম সারচে। যেটার জন্য ভয়

করতেছিলাম আরকি ।

-তেমন কিছু না । ঐ সমাবেশ

থেকে আসার সময় পুলিশ এটাক

করছিল । এক দায়িত্বশীল আর এক

থানা সভাপতিকে ধরছিল । আমরাই

আবার ছাড়িয়ে আনছি । তারপর

একটু গোলাগুলি হইছিল আরকি ।

তানি এবার চোখ পিং বলের

মতো গোল করে আপাদমস্তক

দেখে নিলো ।

-তোর কিছু হয়নি তো ?

(বাম হাতটা লুকানোর

চেষ্টা করলাম ।)

-তোর হাতটা দেখি ।

-এই একটু ছিলে গেছে আরকি ।

মাকে যেন বলিস না ।

-কি রে কি হলো । ভাত

কি পান্তা করে খাবি নাকি ?

আম্মুর হুংকার

তানির জন্য একটা কেয়া লিপজেল

আনছিলাম । ওটা ওর

হাতে ধরে দিয়ে বললাম

"চল তানি চল ! ভাত

ঠান্ডা হয়ে গেলো তো । আম্মু আসি !

সব আমাদেরই দোষ । মনে হয় যেন

আমরাই স্কুলে আগুন

দিতে গেছিলাম !! নিচু

স্বরে তানিকে বললাম ।

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160294
০৮ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২৫
160331
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৪
শফিউর রহমান লিখেছেন : সব আমাদের দোষ, আমরা আলীগ হইনি কেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File