কমিউনিজমের মানবকল্যাণ ও নতুন জগৎ!

লিখেছেন লিখেছেন সালাফী ইমতিয়াজ ০৩ জানুয়ারি, ২০১৭, ১২:৩৩:৩৯ রাত

কমিউনিজম মানবকল্যাণের জন্য এসে ছিলো! আমাদের এক নতুন জগৎ এর কথা শুনিয়ে ছিলো। কমিউনিজম যদি সত্য মানবকল্যাণে জন্য আসিতো,সত্যই সে যদি মানুষের সাম্য ও ভ্রাতৃভাব আনিতে চাইতো।প্রলেতারিয়েত বা সর্বহারাদের খাদ্য ও বস্ত্রের সংস্থান করতো।পুঁজিপতিদের অস্বাভাবিক ধনলিপ্সাকে খর্ব করে জাতির ধনসম্পদ ন্যায্যভাবে সকলের মধ্যে বিতরণ করতো।এক কথায় মানবতাই যদি তার লক্ষ্য হতো,তবে তার সথে কারো বিরোধ থাকার কথা ছিলো না।এর চেয়ে মহৎ কর্ম আর আছে?কিন্তু এই কাজ করতে গিয়ে সে যে অনাচার ও অত্যাচার সোভিয়েত ইউনিয়নে করেছে।তাতেই আপত্তি..… সে যদি সত্যি মানব-কল্যাণ চায়তো।তবে তারা তাদের আম জনতার উপর বর্বর বিভীষিকাময় নিষ্ঠুর আচরণ করতো না।তাই,তাদের এই সঙ্কীর্ণ স্বাদেশিক দৃষ্টিভঙ্গীর কারণে তারা বিশ্বজনীন মানবকল্যাণ বয়ে আনতে পারে নাই।তাদের এই কাজের জন্য দরকার ছিলো প্রেম,সহানুভূতি,ত্যাগ ও সহযোগ।মানুষকে ভালো না বেসে গুলি করে,নির্বাসন দিয়ে এতো বড় সংস্কার তারা তাদের পিতৃভূমি সোভিয়েত ইউনিয়ে আনতে পারে নাই। বার্ট্রান্ট রাসেল বলেছিলেন , " মানুষকে প্রেম করা অপেক্ষা ঘৃণা করা সহজ।যারা শত্রু দেরকে আঘাত করতে ব্যস্ত ,জগতের উপকার করার জন্য নয়,তাদের নিকট হতে কোন কল্যাণ আশা করা যায় না।" রাসেল সত্যই বলেছেন!ধ্বংস,অনিয়ম ও খুনখারাবি দ্বারা মানবপ্রেম হয় না।মানুষ মেরে মানব সেবা? সমাজ ধ্বংস করে সমাজ সংস্কার?কমিউনিজমের জন্য এক সোভিয়েত রাশিয়াতেই ১৯৯২৯ হতে ১৯৩৯ সালের মধ্যে কমপক্ষে দশ লক্ষ লোককে কমিউনিষ্টরা হত্যা করেছে(স্ট্যানলির রাশয়া,পৃষ্টা ৩৭০)।এটা মাত্র ১০ বছরে হিসাব।১৯১৭ সাল থেকে ১৯৯০ পর্যন্ত হিসাব করলে,হত্যার সংখ্যাটা কত গুণ বাড়তে পারে আপনার হিসাব করুন! বস্তুত: এক স্ট্যালিনের আমলে এক বছরে যত অফিসার ও নেতা টাইপের লোক হত্যা করা হয়েছে,জার রাজতন্ত্রের শেষ একশত বছরে তা হয় নাই। এই যদি এক সোভিয়েত রাশিয়া অবস্থা?তাহলে তাদের নতুন জগৎ এর রুপ কি রকম হতো?

বিষয়: বিবিধ

৯১৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381114
০৩ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:৫৬
আকবার১ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File