বিলাইর হাড্ডি!
লিখেছেন লিখেছেন সালাফী ইমতিয়াজ ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:৫৪:৩৯ রাত
মায়ের হাতে মাইর খেয়েছিলাম শেষ ২০০৪ সালে!হাতের কাছে যা থাকতো তা দিয়ে মারতো!আর কিছু না পেলে খালি হাতে।মায়ের হাত যখন প্রচন্ড বেগে আমার পেশীর জয়েন্টে আঘাত করতো,তখন মা হাতে ব্যাথা পেয়ে বলে উঠতেন।উফ কি শক্তরে বাবা,এ যেন বিলাইর হাড্ডি।তখন আমি মায়ের মুখের দিকে তাকিয়ে হেসে দিতাম!তখন মা ও হাসি ধরে রাখতে পারতেন না।হাসিকে কৃত্রিম রাগে পরিনত করার ব্যার্থ চেস্টা করতেন।কিন্তু পারতেন না।তখন আমি ঐ দিনের জন্য মায়ের মাইর থেকে রেহাই পেয়ে যেতাম।এর যাবতীয় ক্রেডিট কিন্তু,আমার বিলাইর হাড্ডির।
বিষয়: বিবিধ
১০১৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন