চেতনা!

লিখেছেন লিখেছেন সালাফী ইমতিয়াজ ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৪৯:৩৭ রাত

একুশের চেতনা, একাত্তরের চেতনা, মুক্তিযুদ্ধের চেতন। এসবকে প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়া, তথাকথিত বুদ্ধিপ্রতিবন্ধী আর রাজনৈতিক ভাঁড়রেরা বাংলার মুসলিমদের আক্বীদা হিসেবে সাব্যস্ত করতে চায়। কেন? ৪৭'র বিভক্তির চেতনা কোথায় গেলো, ১৭৫৭'র পরবর্তী ইংরেজবিরোধী চেতনা কই গেলো? এসব থেকে বুঝা যায় এসকল চেতনা আপেক্ষিকতা, বর্ণচোরা আর জাতীয়তাবাদের সংকীর্ণতায় আক্রান্ত। অথচ একজন মুসলিমের চেতনা সৃষ্টির প্রারম্ভ থেকে বিশ্বস্রষ্টা প্রেরিত সত্যের বাণীতে উদ্দীপ্ত। আর এসকল আপেক্ষিক চেতনা আর মিথ্যের বুলি কেবল অন্ধদের অন্ধত্বই বৃদ্ধি করে; সত্যের পথের দিশারীরা এতে বিচলিত নয়। কেননা তারা তো বক্ষে ধারন করে অনন্তের প্রতিশ্রুতি।

বিষয়: রাজনীতি

১০০০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359902
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৪:২৮
এলিট লিখেছেন : ধন্যবাদ। চেতনার বিস্তারিত - এখানে
359905
১৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:২২
শেখের পোলা লিখেছেন : চেতনা নামের আফিম খাইয়ে বাংলার মানুষকে বুঁদ করে রাখা হয়েছে৷ নেশা কাটলে তবেই মঙ্গল৷
359929
১৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:০৮
হতভাগা লিখেছেন : যারা সময়ের কাজ যথাসময়ে করেছে তাদের চেতনাই আসল ।

ঘরে বসে যারা গবেষনা করেছে , পালিয়ে গিয়েছে বা যুদ্ধের একেবারে শেষে এসে লেফটরাইট শুরু করে দিয়েছিল - এদের যে চেতনা তা গ্রহণ করলে দেশ পিছিয়েই থাকবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File