বর্বর জনগণ পছন্দ করে স্বাধীনতা।আর বুদ্ধিমান জনগণ পছন্দ করে শৃঙ্খলা
লিখেছেন লিখেছেন সালাফী ইমতিয়াজ ১৪ আগস্ট, ২০১৫, ০১:২৭:৪৪ রাত
পূর্ব ইউরোপের রাজনৈতিক ইতিহাস বইতে।এক রাশিয়ান দার্শনিক বলছেন," বর্বর জনগণ পছন্দ করে স্বাধীনতা।আর বুদ্ধিমান জনগণ পছন্দ করে শৃঙ্খলা।" দার্শনিকের নাম হ-য-ব-র-ল টাইপের তাই মনে রাখতে পারিনি।তবে কথাটা সত্যি বলেছেন!ধরেন আমাদের শরিরের প্রতিটা অঙ্গ যদি স্বাধীন হতো তখন কি অবস্থা হতো?দেখেন,আজকে আমাদের কি অবস্থা।আমরা নাকি এক দেহ এক প্রাণ।কিন্তু দেহের ৫৭ বা ৫৮টা অঙ্গ নিজ নিজ কর্ম ও চিন্তা চেতনাই স্বাধীন।আমাদের জন্য দরকার।সেলজুক তুর্কি আর গ্রেট সালাউদ্দীনের মত শাসক।যারা আমাদের বেড়ার পালের মত পিটিয়ে একত্রিত করবে।
আর না হয়।যত দিন আমরা শৃঙ্খলিত না হয়ে স্বাধীন থাকবো ততো দিন আমরা নিজের ভাইয়ের রক্ত নিজের জন্য হালাল মনে করবো।
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার খাটি কথা
মন্তব্য করতে লগইন করুন