খারাপ লাগে আবার লাগে না!

লিখেছেন লিখেছেন সালাফী ইমতিয়াজ ১৩ আগস্ট, ২০১৫, ০৩:৪০:৪৮ রাত

যখন এক ভাই আরেক ভাইকে উদ্দেশ্য করে গালি দেই তখন খারাপ লাগে।

আব্বাসীয় খেলাফতের শেষ সময়।বাগদাদে হানাফি আর হাম্বলী মাঝে বাহাস নিয়মিত হতো।ঈসা ইবনে মরিয়ম যে গাদা বা খচ্চরে পিঠে করে আসবেন তার মুত্র পাক না নাপাক??!!এটা নিয়ে মসজিদের ভিতর গালাগালি,হাতাহাতি এর পর রক্তারক্তি কান্ড ঘটে যেত।এখন তো শুধু গালাগালে সিমাবদ্ধ।আগের তুলোনাই অনেক ভালো।সেটা ভাবলে আবার খারাপ লাগে না।

আবার মনের ভিতর ভয় জাগে।বাগদাদ নগরী তথা আব্বাসীয় খেলাফত ধবংস শুধু নয়।লক্ষ লক্ষ মুসলিমের রক্তের বন্যা বয়ে দিয়েছিলেন এক হালাকু খান।আল্লাহ না করুক।বাগদাদের বাসিন্দাদের মত এমন কিছু যদি আমাদের ভাগ্যে থাকে…

আপনি তারাবি ৮ রাকাত পড়েন না ২০ পড়েন।দুশমনের তরবারি আপনার শাহরগ স্পর্শ করবেই।কারণ,আপনি মুসলিম.…

বিষয়: বিবিধ

১১১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335555
১৩ আগস্ট ২০১৫ রাত ০৪:৫৪
জবলুল হক লিখেছেন : ধন্যবাদ। এই জিনিস গুলো আমাকেও ভাবায়। আজ আমাদের সমাজের বেশির ভাগ মানুষ বেনামাজি। মানুষকে মসজিদের দিকে নিয়া আসা আমাদের আলেম সমাজের কর্তব্য। যেই সমাজের বেশির ভাগ মানুষ নামাজই পড়ে না সেই সমাজে তারাবির নামাজের রাকাতের সংখ্যা নিয়ে তর্ক বিতর্ক আর মারামারি নিচক পাগলামি ছাড়া আর কিছু নয়।
335564
১৩ আগস্ট ২০১৫ সকাল ০৮:০৬
নাবিক লিখেছেন : আমি যে পথে আছি সেটাই সঠিক, বাকি সব ভুল। এইরকম মনোভাব পোষণ করাই এই সমস্যা গুলোর কারণ।
335573
১৩ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
এভাবেই আমরা নিজেদের মধ্যে ঐক্য নষ্ট করছি।
335614
১৩ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৮
আবু জান্নাত লিখেছেন : ভাই
ঈসা ইবনে মরিয়ম যে গাদা বা খচ্চরে পিঠে করে আসবেন তার মুত্র পাক না নাপাক??!!এটা নিয়ে মসজিদের ভিতর গালাগালি,হাতাহাতি এর পর রক্তারক্তি কান্ড ঘটে যেত
এমন ঘটনা ইসলাম বিদ্ধেশীরাও তৈরী করতে পারে। আপনার ঘটনাটির রেফারেন্স কোথায়?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File