হানামী (Cherry Blossom)
লিখেছেন লিখেছেন তিমির মুস্তাফা ২৬ মার্চ, ২০১৫, ০৭:০৭:০৩ সকাল
তুষার আচ্ছাদিত শ্বেত শুভ্র ধরিত্রী! একটানা শীতের অত্যাচারে তিতি বিরক্ত হয়ে গেছে মানুষ! প্রাণ বাঁচানোর তাগিদে গাছের পাতারা সেই কোন কালে ঝরে গেছে, শুধু কঙ্কালসার বৃক্ষরাজি পত্র পুষ্পের স্মৃতি নিয়ে এক পায়ে দাঁড়িয়ে, তুষার ঝড় আর হাড় কাঁপানো শীতের সাথে যুদ্ধ করে টিকে আছে! তারা কালো কালো ডাল পালার আঙ্গুল উঁচিয়ে আকাশের দিকে চেয়ে প্রার্থনা রত, কবে এই হতাশাময় – প্রানহীন দুর্দশা থেকে সে মুক্তি পাবে, আবার কবে প্রাণের স্পন্দন জাগবে তার শাখায় শাখায়?
হঠাৎ একদিন বসন্তের সমীরণে ঘুম ভেঙ্গে জেগে উঠল গাছপালা! শীতের দেশের উদ্ভিদ জগতের এ এক জটিল মেটামরফোসিস ! পাতা নেই একটাও, শুধু ফুলে ফুলে ছেয়ে গেছে গোটা বাগান, কোথাও বা বাগানের প্রান্তের একটা দুটো গাছ! যৌবনময়, প্রানবন্ত বসন্ত এত জোরেশোরে, এত বিশাল বৈভব নিয়ে আত্মপ্রকাশ করে যে মানুষকে তার জন্য প্রস্তুত হওয়ার সময় দেয় না! মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যায়, বসন্তের এই আগমনী বিস্ফোরণে!
আমিও যেদিন প্রথম দেখলাম এই অভূতপূর্ব দৃশ্য, স্তম্ভিত হয়ে গেলাম!একটা পাতা নেই, শুধু ফুলেফুলে ছেয়ে গেছে গাছ ! কোন দৃশ্য এত সুন্দর- এত সুন্দর হয় ! পত্রবিহীন – পুষ্পময় বৃক্ষ? সারা রাত এই ফুটে থাকে ফুলের গাছের নীচে বসে কেটে গেছে, গাছের নীচে শুয়ে - তাকিয়ে থেকেছি নির্নিমেষে – যেদিকে চোখ যায় – শুধু চেরি ফুলের হাল্কা গোলাপি আভায় ছেয়ে গেছে দিগন্ত ! আকাশের অযুত তারারা ফুটে আছে গাছে – জ্বলছে যেন গাছ গুলো! এত মনোহর দৃশ্য, এত শান্তিময়, হাল্কা বসন্ত সমীরনে এর দু একটা পাপড়ি ঝরে পড়ছে গায়ে, আমি তন্দ্রাচ্ছন্ন ! মহুয়া মত্ত ভালুকের মত আমার অবস্থা! আমার মত আরও প্রকৃতি প্রেমিক রয়েছে আশে পাশে, আমার খেয়াল নেই - আমি তন্ময় হয়ে গেছি এই চেরী প্রেমের আকণ্ঠ সুধা পাণে!
জাপানিজরা এই ফুলকে বলে সাকুরা, ইংরেজি নাম চেরী, আর ফুল ফোটার এই পর্ব জাপানিজরা খুব ঘটা করে পালন করে এই বসন্তের ফুল ফোটার উৎসব, বলে ‘হানামি! জাপানিজ ভাষায় ‘হানা’ অর্থ – ফুল, ‘মি – অর্থ দেখা, হানামি অর্থ – ‘পুস্প দর্শন’! আমাকে যদি বলা হয় – বেহেশত দেখতে কেমন হবে? আমি ‘সাকুরা-ফুলে ফুলে আচ্ছাদিত বাগানের মাঝখানে, ঝরনার ধারে বসে আছি- এই দৃশ্য বাদ দিয়ে আর কিছু কল্পনা করতে পারি না! পৃথিবীতে এর চেয়ে সৌন্দর্যময় আর কোন দৃশ্য আজ পর্যন্ত আমার চোখে পড়ে নি !
বিষয়: বিবিধ
১৫১৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুবহানাল্লাহি ওয়া বি হামদিহি সুবহানাল্লাহিল আযীম
ফা তাবারাকাল্লাহু আহসানুল খালিকীন
আপনার বর্ণনাও আসাধারণ!!
জাযাকাল্লাহ....
ছাড়া এদিকটায় এমন দেখা যায়না. খুব ভালো লাগলো আপনার ছবিসহ বর্ণনা.
Looking forward to see the pictures of newzealand. Wish you all the best.
মন্তব্য করতে লগইন করুন