কিভাবে অধিক মর্যাদা সম্পন্ন মানুষ হওয়া যাবে? মানুষের সবচেয়ে উৎকৃষ্ট গুনাবলী কি কি? আসুন হাদীস পড়ে দেখি!
লিখেছেন লিখেছেন তিমির মুস্তাফা ২৩ জানুয়ারি, ২০১৪, ০৫:৫০:৪৭ সকাল
আমরা সবাই বড় হতে চাই- অর্থে বিত্তে – মর্যাদায়। নিজে খারাপ লোক হলেও চাই আমার সন্তানরা উৎকৃষ্ট মানুষ হোক। নিজে দরিদ্র হলেও চাই আমার সন্তান বিত্তবান হোক। মানব জীবনের এ এক অনিবার্য আকাঙ্ক্ষা। দুনিয়ায় কষ্ট করলেও পরকালে যেন সুখে থাকতে পারি তার ও আকাঙ্ক্ষা করি। আসুন – একটা হাদিস থেকে দেখা যাক কিভাবে এগুলো অর্জন করা যায়। (অনেক বড় হাদিস, পাঠকের যেন ধৈর্য নষ্ট না হয়- সেজন্য এর অংশ বিশেষ তুলে ধরা হল)।
হযরত খালেদ বিন ওয়ালিদ ( রাঃ) এর বর্ণনায় এক হাদীস রয়েছে যাতে রাসূল ( সাঃ) এক বেদুঈনের প্রশ্নের উত্তর দিচ্ছেনঃ
প্রশ্নঃ আমি সবচেয়ে অধিক মর্যাদা সম্পন্ন মানুষ হতে চাই।
উত্তরঃ যদি তুমি কোন সৃষ্ট জীবের কাছে (কারো বিরুদ্ধে) অভিযোগ না কর, তুমি সবচেয়ে অধিক মর্যাদাশীল মানুষ হতে পারবে ।
প্রশ্নঃ আল্লাহ্র কাছে সবচেয়ে উৎকৃষ্ট গুনাবলী কি কি?
উত্তরঃ সাধু ব্যবহার, শালীনতা/ বিনয় আর ধৈর্য ।
প্রশ্নঃ আল্লাহ্ কাছে নিকৃষ্ট বিষয় গুলো কি কি?
উত্তরঃ ক্রোধ আর কৃপণতা ।
প্রশ্নঃ এই দুনিয়ায় ও পরকালে কোন বিষয় গুলো আল্লাহ্র শাস্তিকে প্রশমিত করবে?
উত্তরঃ গোপনে কৃত দান আর আত্মীয় স্বজনের প্রতি সদয় আচরণ ।
প্রশ্নঃ কেয়ামতের দিন কোন আমল জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে?
উত্তরঃ বিপদে আর দুঃসময়ে ধৈর্য ধারন ।
বিষয়: বিবিধ
১৪৪২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
[ Narrated by Muslim, 2167, or see Hadith - Sahih Bukhari Book 25, Number 5389, Narrated AbuHurayrah ]
Sunan Abu -Dawud,4390
"Narrated Atiyyah al-Qurazi:
I was among the captives of Banu Qurayzah. They (the Companions) examined us, and those who had begun to grow hair (pubes) were killed, and those who had not were not killed. I was among those who had not grown hair."
2. Read from the authentic source- ! And find out what The punishment the Torah prescribed for that crime the Banu Quarayzah did!! They were Prosecuted by their chosen Judge according to their own scripture ( not persecuted unjustly!!Are You trying to show that!) !!
We know the tricks of the people who eats haram, drinks haram, thinks haram (!), speaks ( write!)evil, but try to find out the fault of others!! If somebody put his/her own finger in front of their eyes, probably, s/he won't see the mountain even it is in front of you!
মন্তব্য করতে লগইন করুন