শুধুই অবক্ষয়! প্রয়োজন সঠিক আইনের প্রয়োগ
লিখেছেন লিখেছেন হাসমত ১১ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৫২:০৭ রাত
পত্রিকা, টেলিভিশন, সামাজিক গণমাধ্যম এর সামনে আসলেই এখন শুধু খারাপ খবর পাওয়া যায়। যেমনঃ
- পিতা / মাতা তার শিশু সন্তানকে গলা টিপে হত্যা করেছে। নিজেও আত্নহত্যা করেছে।
- পিতা নিজ সন্তানকে ধর্ষন করেছে।
- মায়ের পরকীয়ার বলি নিজ সন্তান।
- সন্তান তার বাবা মাকে খুন করেছে।
- স্বামী কর্তৃক স্ত্রী খুন- স্ত্রী কর্তৃক স্বামী খুন।
- শিক্ষক ধর্ষন করেছে ছাত্রীকে
খুন, আত্নহত্যা, ধর্ষন এর ঘটনা দিন বেড়েই চলছে। এসব আমাদের সামাজিক নিরাপত্তাকে অত্যন্ত দুর্বল করে দিয়েছে। ্মানুষ অসহায়। আমাদের মানসিক ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এটি।
প্রতিবছর সরকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করনে বাজেটের একটা অংশ ব্যয় করেন। তা যে খুব কাজে আসছেনা তার প্রমান এর মাত্রা বেড়ে যাওয়া।
মানুষকে এর হাত থেকে ফিরানোর জন্য ধর্মীয় শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের উন্নয়ন অত্যন্ত জরুরী। এজন্য সকল মসজিদ, মন্দির, গীর্জা-প্যাগোডা থেকে মানুষকে বুঝাতে হবে।
মনে রাখা দরকার সামাজিক নিরাপত্তাহীনতা একটি সমাজের অশান্তির জন্য যথেষ্ট। এসব দমনে বর্তমান আইন ব্যবস্থা অকার্যকর। ইসলাম ধর্মে এসব অপরাধের সুনির্দিষ্ট শাস্তির বিধান আছে। এর প্রয়োগ করতে হবে। নইলে আমাদের রক্ষা নাই।
বিষয়: বিবিধ
১০৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন