রাজনৈতিক সমীকরন

লিখেছেন লিখেছেন সাময়ীক ১৮ মার্চ, ২০১৪, ০৭:৪৯:৫৯ সন্ধ্যা

পশ্চাদ মুখি রাজনীতি দেশের ভবিষ্যতকে এক পঞ্জীভুত অন্ধকারের দিকে টেনে নিচ্ছে। ৫ই জানুয়ারির পর যেন গতিটা একটু বেড়ে গেছে। যাই হোক এর জন্য আওমিলীগের চেয়ে বি এনপির দোষ কোন অংশে কম নয় বলে আমি মনে করি। কারন বি এনপির রাজনৈতিক অজ্ঞতার কারনে আজ দেশে বাকশাল বিরাজমান। তাদের যত গর্জন হুংকার চার দেয়ালে সীমাবদ্ধ। নেতা কর্মীরা বরাবরের মত আয়রন করা শার্ট প্যান্ট পরে নিজেদের কর্ম সম্পাদন করে যাচ্ছে। অথচ উপজেলা নির্বাচনে ঠিক হাজির। আর জাতীয় পার্টি সমন্বয় হীনতার কারনে বিভিন্ন দলে বিভক্ত হয়ে ইতি মধ্যে যাবতীয় পার্টি বা সর্বহারা পার্টির খাতায় নাম লিখিয়েছে। তবে বছর জুড়ে সবচেয়ে আলোচিত ছিল জামায়াত। দলটিকে কখনো বা মানবতা বিরোধী কখনো বা জংগীবাদের সাথে জড়িয়ে তাদের প্রথম,দ্বিতীয়,তৃতীয় সারির পর্যন্ত সকল নেতা কর্মীকে জেলে প্রেরন করে ক্ষমতাসীনরা। কিন্তু দলটির তৃন মুল কর্মীদের প্রজ্ঞার কাছে ক্ষমতাসীনদের প্রজ্ঞার চরম পরাজয় প্রমান করে তারা উপরে উল্যেখিত দোষে দোষী নয়। তাই কেউ কেউ বলতেছে টিভিতে যা দেখায় সঠিক নয়। সবচেয়ে মজার বিষয় ফখরুদ্দিনের সরকারো তাদের কোন নেতা কর্মীকে দুর্নীতির দায়ে সাভ্যস্ত করতে পারেনি। তাই যুগে যুগে ক্ষমতা নির্নয়ে জামায়াত কষ্টি পাথরের ভুমিকা পালন করেছে। সরকারের দমন নিপিড়নে থেমে গেছে হেফাজত নিরব ভুমিকায় বি এনপি আর যাবতীয় পার্টি তাকে তো কোথাও খুজে পাওয়া যাচ্ছেনা। আর জামায়াত একা রাজপথে। মূলত সরকারের একমাত্র প্রতিবন্ধক হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিষয়: বিবিধ

১২১৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194265
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি আপনার লিখার সাথে একমত
194279
১৮ মার্চ ২০১৪ রাত ০৮:০৮
নীল জোছনা লিখেছেন : তাই যুগে যুগে ক্ষমতা নির্নয়ে জামায়াত কষ্টি পাথরের ভুমিকা পালন করেছে।
হাহাহাহাহাহাসালেন ভাই ,,, জামাত কত নৃশংস হতে পারে তা একাত্তরে মানুষ দেখেছে।
194281
১৮ মার্চ ২০১৪ রাত ০৮:০৯
মোবারক লিখেছেন : খুভ সুন্দর লিখছ,বন্ধু চালিয়ে যাও
194287
১৮ মার্চ ২০১৪ রাত ০৮:১৮
ফেরারী মন লিখেছেন : এই স্বাধীনতা বিরোধী জামাতকে কোনোভাবেই রোখা যাচ্ছে না।
194299
১৮ মার্চ ২০১৪ রাত ০৮:৩৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File