মামুলী ব্যাপার মাত্র
লিখেছেন লিখেছেন সাময়ীক ০৮ মার্চ, ২০১৪, ০৫:০১:০৪ বিকাল
ড শফিকুল ইসলাম মাসুদ বলেছিলেন---
"যদি কোন অন্ধের হাতে একিটি মশাল দিয়ে বলা হয়, যাও এদের কে পথ দেখিয়ে আসো!
তাহলে পরে দেখবেন লোকটি যতটুকু পথ দেখিয়েছে তার চেয়ে দ্বিগুন বেশী বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে। কল্পনা হলেও এটাই স্বাভাবিক।
ঠিক তেমনি একজন ডিগ্রি ধারি মুর্খ কে যদি দায়ীত্ব দেওয়া হয় কোন দেশ পরিচালনা করে উন্নত করার জন্য তাহলে দেখবেন তিনি যত টুকু উন্নতি করবে তার চেয়ে দ্বি গুন দুর্নিতি গ্রস্থ হবে। আর কথা বার্তা মা সা আল্লাহ। বর্তমান প্রেক্ষপটে বিজ্ঞানের কারনে অনেক কিছু তে পরিবর্তন এসেছে এ যেমন আগে ছেলেরা প্যান্ট শার্ট পরতো এখন মেয়েরা পরে পুরুষেরা বিয়ে করতো এখন মেয়েরা করে আগে চুটি পড়ত গোপনে এখন চুটি পড়া হয় জনসবায় আরো কত কি।
ভাবতে অবাক লাগে একটি দেশের প্রধান মন্ত্রীর ভাষা এমন?
একটি উদাহরণ..
গরমের দিনে রাতের বেলায় অনেকে বের হয় হাটতে কারন লোড শেডিং তাই।
তো আমাদের গ্রামটা একটি আদর্শিক গ্রাম। গ্রামের পাশেই নদী আবার তার উপর ১৬০ মিটারের একটি ব্রীজ যা নদী এবং গ্রামের সৌন্দর্য কে অনেক গুনে বাড়িয়েছে। তাই রাতের বেলায় অনেকে আসে হাওয়া খেতে।
তো সে দিন রাতে শিপন ব্রীজের দিকে যাচ্ছে হাতে লাইট এ দিক ওদিক দেখতেছে হঠাৎ লাইট পড়লো কানু চাচার চোখে! চাচা গরম বিচার দিল রুপো চাচার কাছে। বল্লো দেখছেন বাইচা এতে আমার চোখে লাইট মারছে এখন আমি চোখে দেখতেছি না। উত্তরে রুপো চাচা বল্লো দোষ ওর একা না ও লাইট মারছে তাতে কী তুঁই লাইট বরাবর পড়লি কেনো?
ঠিক তেমনি প্রধান মন্ত্রি চুটি বলছে তাতে কে তবে আমরা শুনলাম কেন!
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন