অন্য রকম নেশা

লিখেছেন লিখেছেন সাময়ীক ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:২০:২৮ দুপুর

বয়সের সাথে সাথে সবাই কোন না কোন নেশার সাথে জড়িয়ে পড়ে এ যেমন কেউ সিগারেট কেউ মদ কেউ জুয়া ইত্যাদি আমিয়ো তেমনি একটি নেশায় জড়িয়ে গেছি কিন্তু আমার নেশাটা একট ভিন্ন যদিয়ো বর্নিত নেশার মাঝে কোনটি আমাকে স্পর্শ করতে পারে নি আশা করি পারবেও না। তবে সব নেশার এ ভালো মন্দ দুটি দিক আছে কিন্তু আমার নেশার মাঝে শুধু একটি দিন আর তাতেই আমি তুষ্ট এর কোন সাইড এপেক্ট নাই এখান থেকে আমি অনেক কিছু পাই আবার চেষ্টা করি কিছু দিতে। পাবো দিবো না এ কেমন কথা অন্তত এতটা অকৃজ্ঞ আমি না। আসলে আমি টুডে ব্লগের নেশায় পড়েছি। ব্লগ ওপেন না করলেই নয়। জানিনা আমার এ নেশা কোথায় নিয়ে ঠেকায়। হ্যাঁ আমি যদি ভূল নাকরি তবে অন্যদের কে আহ্বান করি তোমরা যারা এখনো ব্লগিং করনা বা পড় না এখনি ব্লগে একাউন্ট কর আর টুডে ব্লগে একাউন্ট করা খুব সোজা। তোমাদের নিমন্ত্রন করি টুডে ব্লগে। মনে রাখবে জানার আছে অনেক কিছু।

উমর ফারুক

বিষয়: বিবিধ

১৩৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180714
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৭
সজল আহমেদ লিখেছেন : ভালো নেশায় জড়িয়েছেন হাঃহাঃহাঃ
180717
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৩
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ব্লগের নেশাটাই ভিন্ন ধরণের, যারা এই নেশায় পড়েনি তারা বুঝবে না এ নেশা কেমন নেশা।
180768
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি তো প্রেমে পরে গেলাম ব্লগের
180795
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
প্যারিস থেকে আমি লিখেছেন : তবে সব ধরনের নেশাই খারাপ।
181587
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪২
মুমতাহিনা তাজরি লিখেছেন : ধন্যবাদ
181610
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৩৭
আলোর আভা লিখেছেন : বিডি ব্লগ থেকে ভাল কিছু নেন কিছু আবার ভাল কিছু দেয়ার চেষ্টা করেন এটা ঠিক আছে তবে নেশা হলে সমস্যা আছে নেশা মানেই খারাপ । সেটা মনে রাখতে হবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File