খোলা চিঠি মু- উমর ফারুক

লিখেছেন লিখেছেন সাময়ীক ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৪৭:০৯ দুপুর

জামায়াত সমর্থীত বিজয়ী সকল জন প্রতিনিধিদের প্রতি আকূল আবেদন আপনারা যাঁরা চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান বা অন্য পদে নির্বাচিত হয়েছেন আমরা আপনাদেরকে নৈতিকতা সম্পন্ন এবং আদর্শীক প্রতিনিধীত্বের মডেল হিসেবে দেখতে চাই। মনে রাখবেন আপনারা যে ময়দান থেকে নির্বাচিত হয়েছেন তা শত শহীদের রক্তের বিনিময় প্রস্তুত হয়েছে। আমাদের বিশ্বাস শহীদের রক্ত বৃথা যেতে পারেনা। আমরা আরো মনে করি নব্য জাহেলিয়ার যুগে এটা আমাদের বদরের প্রান্তর। স্বরন করুন সেই ৩১৩ জনের কথা। আপনারাও ৩শতাধিক শহীদের বিনিময়ে আজ ১৩ জন নির্বাচিত। বিজয়ের আনন্দে আমাদের অন্তত আমার চোখে অশ্রু আসে তাই অবনত মস্তকে বলি সোবহানা রাব্বিয়াল আযীম।

আমি জানি না আমার আবেদন আপনাদের প্রতি পৌছাবে কিনা তবে মনে রাখবেন যদিয়ো নব্য জাহেলিয়ার সাথে আমরা এক ক্রান্তি কাল অতিক্রম করছি আপনারা মনে সাহস রাখবেন কারন আপনাদের সাথে আল্লাহ আছেন তিনি বলেছেন" আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নি আর কল্যান আমার হাতে নিহিত(আল কোরান) . আল্লাহ আপনাদেরকে পচন্দ করে ক্ষমতায় অদিষ্ঠিত করেছে তাই ভয়ের কোন কারন নেই। আর অবশ্য মিশরের ব্রাদার হুড থেকে শিক্ষা নেবেন যে কি কারনে তারা ক্ষমতা পেয়েও হারিয়েছে। আপনাদের কাজ হোক হিকমতের সাথে আয়ু হোক ধীর্ঘ সম্মান থাকুক অটুট

আমীন

মু উমর ফারুক

বিষয়: বিবিধ

১২৪৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179839
২০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৭
আলোর আভা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
179850
২০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৪
শফিউর রহমান লিখেছেন : খুব গুরুত্বপূর্ণ। যথাস্থানে পৌছানো দরকার কথাগুলো।
পাশপাশি মহান আল্লাহর কাছে দোয়া করা দরকার আমাদের সকলের, তিনি যেন তাঁর গোলামদেরকে প্রকৃত গোলামের ভূমিকা রাখার যোগ্যতা এবং তৌফিক দেন।
179858
২০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫০
179879
২০ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ
181567
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৯
মুমতাহিনা তাজরি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File