পিরামিড
লিখেছেন লিখেছেন সাময়ীক ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:১২:৩৯ সন্ধ্যা
বিশ্ব সভ্যতার প্রাচীন লীলা ভুমি মিশর এখানে রয়েছে অসংখ নিদর্শন। তেমনি একটি হলো পিরামিড। আসলে পিরামিড একটি ইতিহাস ও বটে কারন পিরামিড তৈরি হত প্রাচীন মিশরিয় অধিপতীদের জন্য প্রত্যেক পিরামিড এর ভিতর এক জন অধীপতির সমাধী রয়েছে কালক্রমে ফেরাঊন কে পিরামিড বন্দি করা যায়নি কারন আল্লাহর গজবের পর সে পানিতে ডুবে যায় পরে প্রায় তিন শত বছর পর তাকে পাওয়া যায়। পিরামিড আজো সাক্ষ শুধু ফেরাঊন নয় আরো অনেক আছে যারা আল্লাহর নাফরমানির কারনে ধংস হয়েছে যাদের ধংসাবশেষ এখন মিশরে পাওয়া যায়। এই প্রাচীন ভুমিটি পত্নত্তাত্তিকদের অনেক প্রিয়। এই ভুমিতে আল্লাহর অনেক নবী এসেছেন তাই এটি অতি গুরুত্ত বহন করে। পিরামিড তৈরির মুল উপাধান পাথর ধারনা করা হয় প্রায় তিন থেকে চার মিলিয়ন পাথর ব্যবহার করা হয় প্রতিটির ওজন সাত বা আট কেজি হবে। পিরামিডের উচ্চতা হয় ৮৫ ফুট। পুরো মিশর জুড়ে রয়েছে ছোট বড় অসংখ পিরামিড তাই মিশর কে পিরামিডের দেশ বলাহয়।
মু উমর ফারুক
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন