চেতনা
লিখেছেন লিখেছেন সাময়ীক ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৪০:৫৪ দুপুর
স্বাভাবিক ভাবে মেনেনিতে পারছিনা আমাদের ভাগ্য এত খারাপ হবে দিল্লীর আশীর্বাদে আমরা এক কলংকিত পথের অবতারনা করেছি আমরা হারিয়েছি আমাদের ঈতিহ্য জায়গায় জায়গায় হ্রাস পাচ্ছে জাতীয়তা ছোট হচ্ছে আমাদের কর্ম ক্ষেত্র বুলন্ঠীত হচ্ছে মান মর্যাদা হায় আপসুস এ জাতীর জন্য আর কত কাল দিল্লীর দরবারের দারোয়ান হয়ে থাকবি। তারা মুখে বলে মুক্তিযুদ্ধের চেতনার কথা কিন্তু অন্তরে থাকে দিল্লীর প্রেম যাতনা " মুজতবা আলী বলেছিলেন কুইনিন জ্বর সারাবে বতে কিন্তু কুইনিন সারাবে কে?ঠিক তেমনি চেতনার কথা বলতে বলতে কত শত চেতনায় আমরা আজ জাগ্রত এত শত চেতনার যাতনায় আমরা সিক্ত এখন চেতনা যাতনা উঠিছে কিন্তু যাতনা মিটাবে কে?বহির্বিশ্বে আমরা যারা আছি তারা পদে পদে চেতনার যাতনা উপলব্দি করছি আমাদের দেখার কেউ নাই। সরকারের খামখেয়ালির কারনে আমরা প্রবাসীরা কোন সুযোগ সুবিদা পাচ্ছিনা। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিটি বাড়ীতে বসে আছে তার একটায় চেতনা টাকা। নিজের কাজে গেলাম বাংলাদেশ এমব্বাসিতে গিয়ে দেখি কর্মকর্তা ঘুমিয়ে পড়ছে চেতনার যাতনায় আর বাহিরে আমরা শত খানেক লোক দাড়িয়ে আছি। হয়তো কিছুদিন পরে ছোটা বাবুটা ঘুম থেকে উঠে বলবে আম্মু আমি চেতনা খাব!চেতনার এত প্রসার ঘটেছে। তবে এ কথা চিরন্তন সত্য বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে এক মাত্র প্রতিবন্দক দিল্লী কিন্তু আমাদের চেতনা বাজরা কিছুতেই বুঝতেছেনা তারা মুখে বলে ডিজিটাল বাংলাদেশের কথা অথচ তারা এখন এনালগ রয়ে গেছে।আমাদের সরকার কেও ঠিক চেতনার ভুতে ধরেছে তা না হলে "পাস পোর্ট" এতে মুর্তি মন্দির হরিণ এর ছবি দিতে যাবে কেন?এতে বুঝা যায় তিনি মুর্তি মন্দির ভালোবাসেন। তিনি যা কিছু ভালবাসেন দাদার জন্য এতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যারা সব কিছু ভালবাসেন আরশের মালিকের জন্য তারা কিভাবে এই পাস পোর্ট দিয়ে হজ্বে যাবে? লজ্জায় লাগে যখন কেউ বলে বাংলাদেশ সরকার কী মুসলীম নাকী? পৃথিবির কোন পাস পোর্টে এ বেহায়াপনা নাই। এটি দিল্লীর সন্তুস্টি ছাড়া আর কিছু নয়। কথায় আছে মদের নেশায় আসক্তি থেকে ফেরানো যায় কিন্তু মনুষ্য প্রেমের চেতনা থেকে ফেরানো কষ্ট সাধ্য।
বিষয়: বিবিধ
১৩৫০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জটিল কথা
আলকুরআন সকল চেতনার একমাত্র "চেতনানাশক"
এ জাতি যদ্দিন সেটা না খাবে তদ্দিন চেতনা-রোগ সারবেনা!!
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন