আমার একটি প্রশ্ন ========== মু উমর ফারুক

লিখেছেন লিখেছেন সাময়ীক ১৬ অক্টোবর, ২০১৩, ০৮:১৪:১১ রাত

আমাদের বাংলাদেশ একটি মুসলীম অধ্যসিত দেশ হিসাবে বিশ্বে পরিচিত। এ দেশের প্রায় ৯০ ভাগ মানুষ মুসলমান।আপনি যে কোন মুসলমান কে জিজ্ঞাসা কোরেন ইসলামে কোন জিনিসটি নেই? আমার মতে সবাই একমত হবে যে ইসলাম একটি পরিপূর্ন ধর্ম বা জীবন বিধান এতে কোন সন্দেহের অবকাশ নেই।কারন আল্লাহ সবহানাহূ ওয়া তায়ালা ঘোষনা করেছে " তোমাদের জন্য দ্বীনকে তথা ইসলামকে পরিপূর্ন করে দিলাম।--তাহলে কেন তথা কথিত সমাজ পতিদের মুখে বার বার উচ্চারিত হয় যে ইসলামে কোন রাজনীতি নেই বা ইসলাম নিয়ে কোন রাজনীতি করা যাবেনা। এখন আমার প্রশ্ন হল ইসলাম থেকে যদি রাজনীতি বাদ দেওয়া হয় তাহলে ইসলাম কি পরিপূর্ন হল কিংবা পরিপূর্নোর সংজ্ঞা কি দয়া করে কমেন্ট করে জানাবেন।এর পর হয়ত বলবেন হানাহানি বা মারামারির কথা কিন্তু না সেকাহ্নেও দেখবেন ইসলামী আন্দোলনের কর্মীরা কখনোই আগে আক্রমন করেনা তবে তাঁরা জীবন বাজি রেখে প্রতিহত করে। এখন হয়ত বলবেন অমুক জায়গায় ওরা আগে আক্রোমন করেছে। না! খবর নিয়ে দেখেন এরও আগে এদের কে আক্রোমন করা হয়েছিলো যার প্রতিশোধ এখন নিচ্ছে।এখন হয়ত বলবেন ওরা তো ইসলামী আন্দোলনের লোক?শান্তির পক্ষে তাহলে প্রতশোধ? হ্যাঁ বন্ধুরা প্রতিশোধ ইসলামে জায়েয আছে তবে ক্ষমা মহত্বের লক্ষন

বিষয়: বিবিধ

১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File