আসছে ২৪ অক্টোবর
লিখেছেন লিখেছেন সাময়ীক ১৫ অক্টোবর, ২০১৩, ০২:২৭:৩১ রাত
আসছে ২৪শে অক্টোবর এই নিয়ে আমাদের সুশীল সমাজের মাঝে চলছে নানা রকম যল্পনা কল্পনা কিন্তু কি হতে যাচ্ছে after 24th oct কেউ বলছে রক্তক্ষয়ী যুদ্ধ কেউ বলছে বিপন্ন বাংলাদেশ আবার কেউ বলছে জাতীর ভাগ্য অনিশ্চিত আপনাদের অবশ্য মনে আছে এখন থেকে আরো সাত বছর আগে আওমিলীগ ঘোষনা দিয়েছিলেন লগি বৈঠা নিয়ে রাস্তায় নেমে আসার জন্য আর সেই লগি বৈঠা পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যা গতিয়েছিল যা এর আগে পৃথিবীর আর কেউ দেখেনি আজোও আমার সরীর শীহরিয়ে উঠে সে চিত্র যখন ভেসে উঠে আমার চোখে মানুষ এমন হতে পারে লাশের উপর নৃত্য ওহঃ আজ আবার তার ই প্রতিধ্বনি তবে এবার কিছুটা ভিন্ন ধরনের আগে ছিলো লগি বৈঠা আর এখন দা কূরাল কিংবা বল্লম।হায় আপসুস এ জাতীর জন্য তারা কি জানে না ক্ষমতা কারোর জন্য স্থায়ী নয় কারন এটি আল্লাহ প্রদত্ত।বলতে হচ্ছে আমার প্রিয় ব্যক্তিত্ব আল্লামা সাইদী বলেছিলেন ফুল বাগান ধংস করার জন্য একটি হুতম প্যাঁচা ই যতেষ্ঠ সেখানে হুতম প্যাঁচা বসে গেছে ডালে ডালে ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ ই ভাল জানে,ঠিক একোই ভাবে গনতন্ত্র ধংস করার জন্য একটি বিপরীত অবস্থান ই যতেষ্ঠ কিন্তু বিপরীত অবস্থান রয়েছে বেশ কম সব দলের তাহলে গনতন্ত্রের কি অবস্থা কি হবে আল্লাহ ই ভালো জানেন।
এমত অবস্থায় আমার দেশের সাধারন নাগরীকরা রয়েছে শংকায় ও জিম্মী ভাবতে অভাক লাগে আমরা এমন একটি দেশের নাগরীক যে দেশের সরকার নাগরীক নিরাপত্তা দিতে ব্যর্থ। রাজনৈতিক বিপন্নতায় আজ আমাদের এগিয়ে যাওয়াটা আর হল না। রাজনিতির খাদেমরা তাদের পুর্ব পুরুষদের রেখে যাওয়া নিয়ম নিতী গুলো পুতির মত করে মুখস্ত করে রেখেছে আর যেখানে বক্তব্য সেখানেই সমাচার। তবে আব্রাহাম কি এই গনতন্ত্রের কথা বলেছিলে যে গনতন্ত্র আজ আমাদের দেশে প্রতিষ্ঠিত?
বিষয়: বিবিধ
১৩১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন