আমার জীবন থেকে নেওয়া

লিখেছেন লিখেছেন সাময়ীক ০৩ অক্টোবর, ২০১৩, ০৭:৩২:৩৭ সন্ধ্যা

সময় টা ২০০৬ এর রমজানের শেষ দশ দিনের তৃতীয় দিন মন এত ভাল ছিল না প্রথম বারের মত সাথীদের Tc তে অংশ নিলাম মৃধু মৃধু বৃষ্টি শরীর টা ভিজে গেল হাতে ছিল একটা ডায়েরি,কলম,কর্ম পদ্ধতি আর একটা বিষয় ভিত্তিক কোরান হাদিস। হল রুমে ঢুকতেই শুনি কি সু-মধুর কোরানের তিলাওয়াত মন-প্রান জুড়ে গেল আবার মাঝে মাঝে ইসলামী সংগীত কি এক মনোরম দৃশ্য তা আজোও আমার চোখে ভাসে আর মনে প্রেরনা যোগায়। সারা দিনের যাবতীয় কাজ শেষে ঘুমিয়ে গেলাম! এখানেই শেষ নয় ভোর রাতে কে যেন হাতে একটা চায়ের কাপ আর একটা চামুচ নিয়ে টিং টিং করে বলতেছে সম্মানিত সাথী ভাইয়েরা উঠুন সেহেরীর সময় হয়েছে। আহ! মানুষের মুখের ভাষা এত মুধুর হয়। এখনো আমার কানে সেই টিং টিং শব্দ আসে,আসে কোরানের সেই সুর কিন্ত আমি তো প্রবাসে। জানিনা সেই সমস্ত ভাইরা আজ কে কোথায় তবে আকাশের মালিকের কাছে দোয়া করি যেন তাদের লক্ষ ও উদ্দেশ্য যেন বাঙ্গলার যমিনে বাস্ত বায়ন হয় আর তাদের যেন দুনিয়া ও আখিরাতে সফলতা দান করে।

বিষয়: বিবিধ

১৭৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File