রাজনীতির কালো মেঘ। উমর ফারুক
লিখেছেন লিখেছেন সাময়ীক ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:৪৭:৫৫ বিকাল
সবুজ শ্যমল বাংলার আকাশ আজ রাজনীতির কালো মেঘে ঢাকা।অপরাজনীতির বিকাশে বাংলাদেশের মান প্রতিনিয়ত সংকীর্ন হয়ে আসছে বিশ্বের দরবারে।বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সাফল্য লক্ষনিয় কিন্তু আমার নিজের দেশের শান্তি কোথায় গেল।অশান্ত বাংলাদেশে কেউ নেই শান্তিতে বল কে জ্বালিয়ে দিল দুঃখের ই অনল।কাক যেমন চোখ বন্ধ করলে মনে করে কেউ তাকে দেখতেছে না তেমনি বিডি সরকার মনে করে জাতিসংঘে দাড়িয়ে ভাষন দিলে সবাই বিশ্বাস করবে।প্রধান মন্ত্রি চাইলে অন্য কোন দেশের প্রধান মন্ত্রির সাথে বৈঠক করতে পারতেন কিন্তু ময়মিনসিং থক্কু মহন সিং ছাড়া আর কেউ কি জাতীসংঘের অধিবেশনে ছিলনা?একটি দেশের প্রধান মন্ত্রি ছেয়ে কি ভারতের মুখ্য মন্ত্রি হওয়ার মান বেশি নাকি। তাহলে দাদার সাথে কথা বলতে পারলে ভাল লাগে ?
বিষয়: বিবিধ
১৪৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন