দৃষ্টিপাত

লিখেছেন লিখেছেন পড়ন্ত বিকেল ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৩৪:৪৬ রাত

জন্ম নিয়া মার কোলে এলাম ধরনীতে,

আদর যতে মানুষ হলাম চোখের চাহনীতে।

একটু খানি আড়াল হলে খুঁজে ফেরেন মা,

আস্তে আস্তে বড় হয়ে হলাম মানুষের ছা।

সংসারে বন্ধু আমার হল শত শত,

কত করে আদাব সালাম নিত্য দিনের মত।

তিন দলে বন্ধু আমার কত আদর ছিল,

এককে দুদল ছেড়ে এক দল সঙ্গি হয়ে গেল।

পাপ আর পূণ্য এরাই পর কালের সাথী

যা করেন মহান আল্লাহ সৃষ্টি জগতের পতি।

হৃদয় পাখি ঘুমিয়ে যাবে অজানা এক ক্ষনে,

জাগবেনা আর ঘুমের পাখি নিরব শান্তি বনে।

ভুলে যাব মায়ার জগত পর কালের টানে,

একে একে খুলবে জোড়া থাকবেনা কার শানে।

বেশী সময় নয়রে পাগল কর কারও আশা,

জগত ধন জগতে রবে পাখির মত বাসা।

বিদায় বেলা দুনিয়া হতে স্বচ্ছ মন নিয়া,

অপরাদ দেনা পাওনা দিতে হবে চুকিয়া।

নেই যার দেনা পাওনা কর দৃষ্টিপাত,

দোজানে তার মত সুখী মানুষের ছুরাত।

বিষয়: বিবিধ

১৭০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File