সাথী হারা

লিখেছেন লিখেছেন পড়ন্ত বিকেল ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৩৬:৩৪ রাত

ছন্দ হারিয়ে গেল

কি জানি কি মনে,

হাসতে খেলতে সদা ক্ষনে।

সুরের আকাশ

মধুর বাতাস,

নীলিমার উর্দ্ধাকাশে।

পথ প্রান্তর ঘুরেছি

রঙ্গিন ছোয়ায়,

চেয়েছি মিলন বিদুর প্রাতে।

বিরহ জালা সয়ে

কত ছিল আশা,

নতুন খেলা ঘরে

সাঁজিয়ে বকুল শাঁখে।

সাঁজের বেলা-

ঝাঁক ঝাঁক পাখিরা

মেলে দিল ডানা।

কোন অজানার পথে

এতটুকু আশা,

পাখির মত বাসা

হল না মালা গাঁথা।

সব রইল মনো বনে

ফাগুনের মর মর পাতা

থাক ঝরে যাক ॥

বিষয়: বিবিধ

১৭১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File