হাসীর ফল

লিখেছেন লিখেছেন পড়ন্ত বিকেল ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ১১:২১:৫২ রাত

হাসির রাশি রকম রকম

দেখলে মনে হয়,

মুচকী হাসি মিষ্টি হাসি

লক্ষ করা যায়।

যেজন যেমন হাসুক না ভাই

মূল্য নাহি পাই,

মনের সুখে হেসে হেসে

তৃষ্ণা দূর হয়।

চটকা হাসি পটকা হাসি

লোকের ভীড়ের মাঝে,

কিশোর হাসে, কিশোরি হাসে

সকাল দুপুর সাঁজে।

বুড়োকে দেখে হাসলে যুবক

ভীষন রেগে যায়,

বধির দেখে হাসলে পারে

ভূল বুঝে লয়।

কৌতুক করে হেসে ছিল

রাজ নগরের বাছা,

হাঁসতে হাঁসতে অবশেষে

হল সর্বনাশা।

হাসির চোটে বাছার কন্ঠে

সরলো না আর বাক.

নিরুপায় হয়ে তৎক্ষনাত

বড় ডাক্তার ডাক।

ইষ্টি কুটুম এলে পারে

ফুর্তি করতে হয়,

হাসি মুখে না চাহিলে

বেজার হয়ে যায়।

হাসি মুখে কইলে কথা

খরচ নাহি লাগে,

উদর পুরে খেতে দিলেও

শান্তি নাহি লাগে।

হাসি বড় অমূল্য সম্পদ

সুখের চাহনিতে পায়,

হাসি মুখে যাত্রা করে

যত বনিক ভাই।

সীমা ছাড়া হাসাহাসি

বেশী ভাল নয়,

জ্ঞানী গুনি ময় মুরুব্বি

কথায় কথায় কয়।

হাসিতে দুখ হাসিতে সুখ

হাসির বড় জালা,

হিসাব করে হাসি হাসা

কাটে সকল বেলা।

যার সহিত যত টুকু

হাসির প্রয়োজন

তার সাথে তত টুকু

কর আলিঙ্গন।

বিষয়: বিবিধ

১৩৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File