সোনার দেশ
লিখেছেন লিখেছেন পড়ন্ত বিকেল ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ১১:১৫:৩৪ রাত
সোনার দেশের মানুষ মোরা
সোনার খোকন ছেলে,
সোনার চাষ করে থাকি
সোনার ফসল ফলে ॥
সোনালি রূপালি আঁশ গুলি
দেশের মাটিতে ফলাই,
সোনার খনি স্বাধীন দেশে
আমরা কৃষক ভাই ॥
সোনালি রূপালি ফুলের বনে
বিচিত্র ফুল ফোটে,
সুগন্ধ ভরা আলোর পথে
মধূ মক্ষিকা ছোটে ॥
সবুজ ঘাসের শিশির ফোঁটা
সোনার মতীছিলে,
বিলের জলে পদ্ম ফুলে,
সোনার মানিক জলে ॥
সোনার বরন পাখিরা ঐ
মধূর গান গায়,
রাখাল ছেলে বাঁজায় বাঁশী
শীতল গাছের ছায় ॥
সোনা মনি দেশ আমাদের
মায়ের আদর মাখা,
জলে ভরা ফলে ভরা
সবুজ গালিচায় ঢাকা ॥
বিষয়: বিবিধ
১৬৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন