পদ্মা নদীর করুন স্মৃতি

লিখেছেন লিখেছেন পড়ন্ত বিকেল ২২ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৪১:২২ রাত

ভোর না হতে ছুটে গিয়ে বসি নদীর ঘাটে

রঙ বেরঙের পালের নৌকা ভাটির টানে ছোটে।

কি অপরূপ স্মৃতি তাহার হৃদয় জুড়ে ব্যাথা,

ষোড়শী রাজ কন্যা যেন বুকে পাষান বাঁধা।

অনাদি কালের আদি মনার ছিল পূর্ণ যৌবন,

উত্তাল তরঙ্গ স্রোত,হাজার গুনের অনন্যা।

যেমন রুপ তেমন গঠন ঢেউয়ের পরে ঢেউ,

একুল ভাঙ্গে ওকুল গড়ে ভূলে নারে কেউ?

পাল তুলে বানিজ্যে যেত দুরের সওদাগর,

নেই সে সুদিন পদ্মারে ধু ধু বালুর চর।

অগনিত হাওর কুমির উঠত ডাঙ্গার পরে,

দেশ বিদেশের অতিথিরা দেখত প্রান ভরে।

পদ্মার কূলে জনম আমার তারই স্বপ্ন দেখি,

জীর্ন ষীর্ণ অকাল বার্দ্ধক্য করুন তাহার স্মৃতি।

নেই ঝাউবন কাশবন হাজার পাখির ঝাঁক,

নাগ পাশের যাঁতা কলে মুছে গেছে বাক?

নেই সেই পলি মাটি জলি আউশ ধান,

নেই পন্যের জাহাজ নৌকা মাঝি মাল্লার গান।

নেই পদ্মার খরস্রোত রূপালি ইলিশ মাছ,

নেই চরের মিষ্টিলটা শিকারি উপোস বাজ।

নেই সে ভাটিয়ালি সূর আর পালের নৌকা,

নেই ফেরি পারাপার শুকনা পথের ঘাঁটা।

বিষয়: বিবিধ

১৪৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File