আতঙ্কের দৃশ্য
লিখেছেন লিখেছেন পড়ন্ত বিকেল ১৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:২০:০৩ দুপুর
কি অপরূপ! জগতের রূপ প্রভু;
মানবের লাগি করেছ তৈয়ার।
কি স্বাদ পাও তুমি, কেমন তোমার আশা?
সৃষ্টি সেরা বলে তারে, দিয়াছ জ্ঞান পিপাসা।
কত কাল গেল চলি, মিটল মনের স্বাদ;
নির্মম নিদারুন চলছে ঘাত প্রতিঘাত।
নিরবিচ্ছিন্ন ভাবে চলছে সারা জগতের কাজ,
মানব কল্যানে; তবে কেন এ আতঙ্ক বিরাজ।
মানুষ হতে পারে না,নিষ্ঠুর পাপের বইতে বোঝা;
পাপে পাপে, পরিপূর্ন যত নরধম পাবে সাজা।
তুমি দিবে মানবের সাজা,কেন দেখি এ দৃশ্য,
মনে বড় আতঙ্ক হয়, এহকাল না পরপার।
কবে হবে সে বিচার, সে দিনের মহা বিচারপতি,
তার কি এ নমুনা বল হে মহান স্রোষ্ঠা!
মানব কল্যানে ব্যায় না করে, করছে বিধ্বংশী কামান,
নিরুপায় হয়ে চেয়ে থাকব কার আশায়।
তুমি জগতের বিবেকবান মানুষ, শান্তির পথ দেখাও
বাঁচিয়া রাখ তোমার পৃথিবীর জীব জানুয়ার।
মারনাস্ত্র নিয়ে খেলছে যারা, তাদের সুমতী দাও
ধৈর্য্যের আবেগময় নির্মল করে দাও।
বিষয়: বিবিধ
১৪৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন