কবিতা নেতা
লিখেছেন লিখেছেন মোঃ সালাউদ্দিন ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ১০:০১:৫১ সকাল
যে নেতা বলছে
মিছিলে কথা,
সে নেতা
জ্বলছে আগুনে|
বলতে পার
কিসের জ্বালা,
কালো টাকা
দিচ্ছে চাপ|
ভয়ে ভয়ে কাপে
সে নেতা|
যে নেতা বলছে
জনসভায় কথা,
বানিয়ে দেবে রাস্তাঘাট,
বলতে পার
কিসের অভাব,
টাকার অভাব|
নেতা তোমার
বহুদ গুনে,
চাইছে তোমার ভোট
বানিয়ে দেবে রাস্তা ঘাট
থাকবে না আর
মানুষের ঝাক,
দেশ বানাবে গরুর
হাট|
বিষয়: বিবিধ
১৬৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন